প্রতিবন্ধী ব্যক্তিদের বিনোদন এবং শরীরচর্চার সুযোগ তৈরিতে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ ভবনের দক্ষিণ পাশের্^ প্রতিবন্ধী ব্যক্তিদের একটি খেলার মাঠের জন্য স্থান বরাদ্দ দেন। কিন্তুএ মাঠটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এখন পর্যন্ত উন্মুক্ত হয়নি। শুধু দৃশ্যমান একটি সাইনবোর্ড ছাড়া মাঠের কোথাও উন্নয়ন ছোঁয়া লাগেনি। প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক বিকাশের কথা বিবেচনা করে অতি দ্রুত এই মাঠটি সংস্কার ও উন্মুক্ত করা প্রয়োজন।
১৭ জানুয়ারি ২০২১, রবিবার, সকাল ১১.০০ টায় ডিজ্যাবেল ওয়েলফেয়ার সোস্যাইটি (ডিডাব্লিউএস), হিউম্যান রাইটস ডিজেবিলিটি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচডিডিএফ), সোসাইটি অফ দি ডেফ এন্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার (এসডিএসএল), সেন্টার ফর দি রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পারসন উইথ ডিজেবিলিটি (সিআরডিডি), অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ধানমন্ডি কচি কন্ঠ উচ্চ বিদ্যালয়, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, কারফ্রি সিটি এলায়েন্স এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে “প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত খেলার মাঠ সংস্কার ও উন্মুক্তের” দাবিতে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।