English | Bangla
কার্যক্রম
লা এপ্রিল ২০২৪ ১৭তম আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস ২০২৪ পালন উপলক্ষে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত মানসিক স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন ফাউন্ডেশনের ভূমিকা শীর্ষক টকশোতে বক্তারা একথা বলেন। টকশোতে বক্তারা বিশ্বের বিভিন্ন উন্নত দেশের উদাহরণ অনুসরণে চিকিৎসা নির্ভরতা কমিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশেও হেল্থ প্রমোশনে বিনিয়োগের আহ্বান জানান। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ...
জুলাই ২০২৩, মঙ্গলবার, সকাল ১১ টায় ডাব্লিউবিবি ট্রাস্ট এর উদ্যোগে শাহবাগ, জাতীয় জাদুঘরের সামনে “স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন ফাউন্ডেশন চাই” শীর্ষক অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর বিভাগীয় প্রধান সৈয়দা অনন্যা রহমানের সভাপতিত্বে ও সহকারি প্রকল্প কর্মকর্তা মো: মিঠুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা মিঠুন বৈদ্য। সভায় অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবলিক হেল্থ এক্সপার্ট জনাব আবু জামিল ফয়সাল, প্রত্যাশা মাদক বিরোধি সংগঠনের সাধারণ সম্পাদক জনাব হেলাল আহমেদ, ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ এর প্রকল্প ...
নেতিবাচক খাদ্যভ্যাস ও জীবনাচার, ধূমপান ও তামাকের নেশা, মাদকের নেশা এবং অপরিকল্পিত নগরায়নের প্রভাবে বাংলাদেশ অসংক্রামক রোগ (হৃদরোগ, স্ট্রোক, বিভিন্নরকম ক্যান্সার, ডায়বেটিস) অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০১০ সালে জাতীয়ভাবে পরিচালিত গবেষণায় দেখা যায়, বাংলাদেশের ৯৮.৭% মানুষের মধ্যে অন্তত একটি, ৭৭.৪% অন্তত দুটি এবং ২৮.৩% এর মধ্যে তিনটি অসংক্রামক রোগের ঝুঁকি রয়েছে। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস যথাক্রমে ১৭.৯% এবং ৩.৯% মানুষ এ আক্রান্ত হচ্ছে।  ...
স্বাস্থ্যকে সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃতি এবং রোগ প্রতিরোধকে অগ্রাধিকার দেয়ার দাবি জানিয়েছে স্বাস্থ্য অধিকার কর্মীরা। Universal Health Coverage (UHC) Day  উপলক্ষ্যে  ১১ ডিসেম্বর সকাল ১১ টায় শাহবাগ চারুকলার সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। বিশ্বের ৮৯ দেশে ৪৬৩ টি সংগঠন আগামী ১২ ডিসেম্বর UHC  দিবস উদযাপন করছে।  ...
দেশের কোটি মানুষকে রাষ্ট্রায়ত্ত্ব হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান করে আসলেও, তাদের ধন্যবাদ জানানো হয় না। গতানুগতিভাবে সরকার পরিচালিত রাষ্ট্রায়াত হাসপাতালের কর্মীদের নেতিবাচক দিকগুলোই তুলে ধরা হয়। স্বাস্থ্যসেবার সাথে জড়িত ব্যক্তিদের অবদান তুলে ধরতে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রধান্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার আহবান জানিয়ে আজ বিশ্ব স্বাস্থ্য অধিকার দিবসে জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে এ ধন্যবাদ জ্ঞাপন কর্মসুচীর আয়োজন করে। ...