English | Bangla
বিশ্ব তামাকমুক্ত দিবস: জনস্বাস্থ্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবী

জনস্বাস্থ্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন জরুরী। ডাব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন ও নাটাবের উদ্যোগে ৩১ মে ২০১১ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সাইকেল র‌্যালিতে বক্তারা এ কথা বলেন।
৩১ মে ২০১১ বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এই র‌্যালির আয়োজন করা হয়।  এই সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ করেণ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। যে সকল সংগঠনের প্রতিনিধিরা এই সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ সেগুলো হলো নাটাব, হাঙ্গার প্রজেক্ট, মানবিক, মানব উন্নয়ন সংস্থা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পিএসএস, একলাব এবং এইড।