English | Bangla
মাননীয় রেলপথ মন্ত্রী মো. মুজিবুর হক এর সাথে সভা

২৬ মার্চ ২০১৪ রোজ রবিবার মাননীয় রেলপথ মন্ত্রী মুজিবুর হক এর সাথে ঢাকার পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াতের জন্য কমিউটার ট্রেন চালু , ট্রেনের শিডিউল ঠিক রাখা, ঢাকা শহরের অভ্যন্তরীন সড়কে যানযট হ্রাসের পাশাপাশি ঢাকার শহরে জনসংখ্যার চাপ কমাতে ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতূর্থ রেল লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর ডুয়েল গেজ ও ডাবল লাইন স্থাপন করার প্রকল্প দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং চট্রগ্রাম পাহাড়তলী রেলওয়ে কারখানার বর্তমান সমস্যা ও করণীয় সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ময়না, সভাপতি নাসফ, মারুফ রহমান, ন্যাশনাল এডভোকেসি অফিসার , আতিকুর রহমান, সহকারী প্রকল্প কর্মকর্তা, স্বেচ্ছাসেবক প্রভাকর গর, মঞ্জ্রশ্রী মেহেরজান, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট,  আতিক মোর্শেদ, প্রোগ্রাম কো-অডিনেটর, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।