English | Bangla
রোগ প্রতিরোধে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন জরুরি
স্বাস্থ্যনীতিতে রোগ প্রতিরোধকে অগ্রাধিকার প্রদানের কথা বলা হলেও, স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসাকেই প্রাধান্য দেয়া হচ্ছে। দেশে অসংক্রামক রোগ 
(ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক) কমিয়ে আনতে তামাকজাত দ্রব্যের সারচার্জের অর্থে রোগ প্রতিরোধে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন করার আহবান জানিয়ে স্বাস্থ্য অধিকার কর্মীরা। ডাব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজিত রাজশাহী বিভাগীয় কর্মশালায় অংশগ্রহণকারীরা এই সুপারিশ করেন। 
 
কর্মশালায় অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান,  উপ-সচিব, জনপ্রশাসন ইসরাত চৌধুরী, হেলথ ব্রিজের আঞ্চলিক পরিচালক দেবরা ইফরইমসন, দি ইউনিয়নের কারিগরি পরামর্শক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাবিউবিবি ট্রাস্ট-র পরিচালক সাইফুদ্দিন আহমেদ। গত ২৫ এপিল রায়েরবাজার ডাবিউবিবি ট্রাস্ট এইচআরডিসি সেন্টারে আয়োজিত রাজশাহী বিভাগীয় কর্মশালায় ১১ টি জেলার ৩১টি সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করে। 
 
অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত বলেন, তামাকজাতদ্রব্য মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর দ্রব্যের ব্যবহার কমিয়ে আনতে আইন বাস্তবায়ন ও তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি জরুরি। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান বলেন, সিটি কর্পোরেশন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছে। সিটি কর্পোরেশন ধূমপানমুক্ত স্থান গড়ে তুলতে আগামী দিনে আরো পদক্ষেপ গ্রহণ করবে। হেলথ ব্রিজের আঞ্চলিক পরিচালক দেবরা ইফরইমসন বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অনেক দেশই হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন করেছে, বাংলাদেশও অনুরুপ পদক্ষেপ গ্রহণ করতে পারে। 
 
 ইসরাত চৌধুরী বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা দেশের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে গতিশীল করছে। সৈয়দ মাহবুবুল আলম বলেন, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করা সম্ভব না হলে, দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের মতো পদক্ষেপ জোরালোভাবে রোগ প্রতিরোধে কাজ করতে সরকারের প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে।  সাইফুদ্দিন আহমেদ দেশের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে এ অবস্থায় নিয়ে আসতে স্থানীয় সংগঠনগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সকলকে রোগপ্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবিকে জোরদার করতে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহবান জানান।