English | Bangla
সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ বাধ্যতামূলক করা দরকার কর্মশালায় বিশেষজ্ঞদের অভিমত

নেতিবাচক খাদ্যাভ্যাস, অলসতা, ধূমপান ও তামাক সেবন, মাদকের অপব্যবহার ইত্যাদি নানা কারণে মানুষের মধ্যে নানারকম ক্যান্সার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, হাঁপানি, ডায়বেটিসহ অসংক্রামক রোগ বাড়ছে। শিশুদের শৈশবেই রোগ প্রতিরোধ সম্পর্কে ধারণা দিতে হবে। এজন্য সর্বাগ্রে সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ বাধ্যতামূলক করা দরকার। ৬জুন সকাল সাড়ে ৯টায় রায়েরবাজার ডাবিউবিবি ট্রাস্ট এইচআরডিসি সেন্টারে আয়োজিত বিভাগীয় কর্মশালায় নেতৃবৃন্দ এ আহবান করেন।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসংক্রামক রোগ বিশেষজ্ঞ ও বারডেম হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. শুভগত চৌধুরী, বিশিষ্ট পরিবেশবিদ ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবহন পুল এর মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব শাহনাজ সামাদ, হেলথ ব্রিজ-এর আঞ্চলিক পরিচালক দেবরা ইফরইমসন, দি ইউনিয়নের কারিগরি পরামর্শক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ডাব্লিউবিবি ট্রাস্ট নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ। বাংলাদেশ তামাক বিরোধী জোট এর মূখপত্র সমস্বর এর নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম সুজন আমিনুল ইসলাম সুজন ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসি অফিসার সৈয়দা অনন্যা রহমান সঞ্চালনা করেন।