English | Bangla
উন্নয়নকে টেকসই করতে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে

রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে জাতীয় স্বাস্থ্য নীতি পাস করেছে এবং সে আলোকে ক্যান্সার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়বেটিস, হাঁপানিসহ প্রাণঘাতী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণসহ জনস্বাস্থ্য উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। মানুষের মৃত্যুঝুঁকি কমিয়ে আনাসহ রোগ প্রতিরোধী ব্যবস্থাকে কার্যকর করতে সরকারের স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। উন্নয়নকে টেকসই ও কার্যকর করতে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে।

বুধবার, ১০ জুন সকালে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর সংস্থার কৈবর্ত সভাকক্ষে অসংক্রামক রোগ ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ক দিনব্যাপী বিভাগীয় কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আলোচকবৃন্দ উপরোক্ত পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুননেসা বাপ্পী। বাংলাদেশ তামাক বিরোধী জোট-এর সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশবিদ ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, দি ইউনিয়ন এর কারিগরি পরামর্শক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন তামাক বিরোধী জোটের মূখপত্র সমস্বর এর নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম সুজন।