English | Bangla
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে অভিনন্দন

১২ আগস্ট সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ কে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে একটি প্রতিনিধি দল। হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহŸান জানিয়েছেন ডাব্লিউবিবি ট্রাস্ট’র প্রকল্প কর্মকর্তা নাজনীন কবীর, ন্যাশনাল এডভোকেসি কর্মকর্তা সৈয়দা অনন্যা রহমান, ন্যাশনাল মিডিয়া এডভোকেসি কর্মকর্তা সৈয়দ সাইফুল আলম, প্রোগ্রাম কর্মকর্তা ফাহমিদা ইসলাম মায়ানমার এর স্বেচ্ছাসেবী নিয়েন লিন কেও, সহকারী প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার, টোবাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল’র সহকারী গবেষক ফারজানা জামান লিজা প্রমুখ।
এতে অসংক্রামক রোগের চিকিৎসা ব্যয়বহুল, দীর্ঘমেয়াদী, মৃত্যুঘাতী হলেও ভাল হবার সম্ভাবনা কম হওয়ায় এসব রোগ প্রতিরোধকে গুরুত্ব দেয়া হয়। রোগ প্রতিরোধকে গুরুত্ব দিয়েই সরকার জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছে। জাতীয় স্বাস্থ্য নীতির বাস্তবায়ন, বৈশ্বিক পরিমন্ডলে রোগ প্রতিরোধে বাংলাদেশের অঙ্গীকার বা¯Íবায়ন এবং জনস্বাস্থ্য উন্নয়নকে প্রাধান্য দিতে ‘হেলথ প্রমোশন ফাউন্ডেশন’ গঠনের আহŸান জানিয়েছেন প্রতিনিধিরা।