English | Bangla
নারায়নগঞ্জ শহরকে হাঁটাবান্ধব করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
শুধুমাত্র ব্যয়াম নয়, নিয়মিত হেঁটে যাতায়াতের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ উন্নয়ন, জ্বালানী সাশ্রয়, যাতায়াত খরচ হ্রাস এবং অবকাঠামো ব্যয় সংকোচন করা যায়। ফুটপাত না থাকা, বিদ্যমান ফুটপাতের বেহাল দশা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং-সাইন-সিগন্যাল না থাকা, গলি রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ না করায় হেঁটে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় এ বিষয়ে গবেষণার মাধ্যমে সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে তবে। এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্পোরেশনের সঙ্গে সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ ১৮ নভেম্বর নারায়নগঞ্জ সিটি করপোরেশন, পরিবহন বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে ১১.০০ টায় নারায়নগঞ্জ সিটি করপোরেশন এর সভাকক্ষে আয়োজিত “নারায়নগঞ্জ শহরে নিরাপদ ও স্বচ্ছন্দে হেঁটে যাতায়াতের উপযোগী পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান।
 
বক্তারা উল্লেখ করেন, জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালা, ২০১৩ এ পথচারীদের জন্য প্রশস্ত ফুটপাত, নিরাপদ রাস্তা পারাপার, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল উপযোগী অবকাঠামো নির্মাণ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণসহ হাঁটাবান্ধব পরিবেশ তৈরির জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। বৃহত্তর ঢাকা অঞ্চল এর জন্য প্রণীত স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান (এসটিপি) তে পথচারীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য যে মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে সেখানে হাঁটার জন্য পৃথক কার্যক্রমের উল্লেখ নেই।
 
বক্তারা আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় হাঁটাবান্ধব পরিবেশ তৈরিতে বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন। যেমন সিআরডিপি এর অধীনে কদমরসুল অঞ্চলে ১৫ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে ৫ কি.মি. ড্রেন ও ৫ কি.মি. ফুটপাত উন্নয়নের কাজ চলমান আছে; সিজিপি এর অধীনে সড়ক, ড্রেন ও ফুটপাত উন্নয়নের জন্য ৯,৮৮,১৭,১১৯ টাকার দরপত্র গ্রহণ করা হয়েছে; শীতলক্ষ্যা হতে ধলেশ্বরী নদী পর্যন্ত বাবুরাইল খাল পুনঃখনন ও ওয়াকওয়ে কাম মার্কেট নির্মাণের পরিকল্পনা; এবং ইউপিপিআর এর অধীনে ইতিমধ্যে ২২.৫ কি.মি ফুটপাত নির্মাণ করা হয়েছে যেখানে প্রায় ১ লক্ষ সুবিধাভোগী রয়েছেন।
 
বক্তারা মতবিনিময় সভা থেকে নারায়ণগঞ্জ শহরে নিরাপদ ও স্বচ্ছন্দে হাঁটার উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যে সমস্ত সুপারিশ করেন সেগুলি হচ্ছে:- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মহাপরিকল্পনায় হাঁটার জন্য পৃথক কার্যক্রম রাখা; বিদ্যমান আইন নীতিমালায় উল্লেখিত ইতিবাচক ধারাসমূহ প্রয়োগ ও বাস্তবায়ন করা; হাঁটার প্রকল্পের জন্য পৃথকভাবে অর্থ বরাদ্দ রাখা; পরিবহন সংক্রান্ত প্রতিটি প্রকল্পে হাঁটার জন্য বরাদ্দ রাখা; হাঁটা বিষয়ক কর্মকান্ড পরিচালনার জন্য মানদন্ড ও নির্দেশিকা তৈরি করা; নন-মোটরাইজড ট্রান্সপোর্টেশন সেল বা পৃথক ডেস্ক করা; সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি করা; নিয়মানুযায়ী ফুটপাত নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা; সমতলে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, সাইন ও সিগন্যালের ব্যবস্থা করা; কিছু রাস্তা গাড়িমুক্ত করা এবং গলি রাস্তায় গাড়ির গতিসীমা নির্ধারণ করে দেওয়া; সুষ্ঠু হকার ব্যবস্থাপনা গড়ে তোলা;  গাছের ছায়া, বসার ব্যবস্থা, পাবলিক টয়লেট, আবর্জনার পাত্র নিশ্চিত করা; গণপরিসর এবং উন্মূক্ত স্থান তৈরি করা; এবং পথচারীদের সচেতন করা।
 
সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ হাজী ওবায়েদউল্লাহ। প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর প্রাক্তন সাধারণ সম্পাদক এবং নির্বাহী কমিটির সদস্য মহিদুল হক খান, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী, বাপা এর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এ বি সিদ্দিকী, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস প্রমূখ।