English | Bangla
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে বইমেলা চত্ত্বরে স্বাক্ষরগ্রহণ কর্মসূচি

প্রাণঘাতি রোগ ক্যান্সার আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ অকালে মারা যায়। পরিসংখ্যান অনুযায়ী শুধু বাংলাদেশে প্রতিবছর প্রায় সোয়া লাখ মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে যার মধ্যে ৯১ হাজার রোগী মারা যান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে শতকরা ৬০ ভাগ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ। এটি প্রমানিত যে অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারন তামাকজাত দ্রব্যের ব্যবহার। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে আনতে প্রয়োজন রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা। সরকার এবিষয়টিকে গুরুত্ব দিয়ে সুনির্দিষ্ট আইন ও বিধিমালা প্রণয়নের পাশাপাশি তামাকজাত দ্রব্যের উপর ১% সারচার্জ আরোপ করেছে। তামাক নিয়ন্ত্রণ ও অসংক্রামক রোগ প্রতিরোধে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন অব্যাহত আর্থিক যোগান নিশ্চিত ও সমন্বিত উদ্যোগ।

বিশ্ব ক্যান্সার দিবস-২০১৭ উপলক্ষ্যে অসংক্রামক রোগ ও তামাক নিয়ন্ত্রণে দ্রুত আর্থিক যোগান নিশ্চিতের আহবান জানিয়ে ০৫ ফেব্রুয়ারি বিকাল ৪:০০টায় অমর একুশে বইমেলা চত্ত্বরে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর উদ্যোগে স্বাক্ষরগ্রহণ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল’র প্রকল্প কর্মকর্তা ফারহানা জামান লিজা, মো. মহিউদ্দিন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র সহকারি নেটওয়ার্ক কর্মকর্তা, শুভ কর্মকার, সহকারি প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব, আবু রায়হান, সোস্যাল শেল্টার এর সাধারণ সম্পাদক অঞ্জন কুমার হালদার, মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক ডা. মো. আনোয়ার প্রমূখ। বইমেলায় আগত দর্শণাথীরা কর্মসূচিতে সতস্ফুর্তভাবে সমর্থন ও সহযোগিতা করেন।