English | Bangla
তামাক নিয়ন্ত্রণে জাতীয় কর্মপরিকল্পনার দাবি
“নীতি প্রণয়ন ও বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ প্রাণঘাতী পণ্যের ব্যবসায়ী ধূর্ত তমাাক কোম্পানিগুলোর নানাবিধ অপচেষ্টা সত্বেও তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি আশাব্যঞ্জক। এ অগ্রগতি স্থায়িত্বশীল ও টেকসই করতে ধারাবাহিক কর্মসূচিসম্বলিত সুনির্দিষ্ট জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি।” তামাক নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ণের দাবীতে ৩০মে, ২০১৭ সকাল ১১টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র আয়োজনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, হিলের নির্বাহী পরিচালক জেবুন নেসা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান, মারুফ হোসাইন, প্রজ্ঞার সমন্বয়ক ইমতিয়াজ রসুল, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) প্রকল্প কর্মকর্তা ফারহানা জামান লিজা, মো. মহিউদ্দিন প্রমুখ।