English | Bangla
দোকানীদের এলাকা পরিস্কারের জন্য পুরস্কার দেওয়া হবে

এলাকার অভ্যন্তরে অবস্থিত দোকানের মালিকগণ তাদের সম্মূখ ভাগে সড়কের মাঝ বরাবর পরিস্কারের দায়িত্ব নিলে একটি পরিচ্ছন্ন আদর্শ স্থান হিসেবে পরিণত হবে। এজন্য আজ ২২ মার্চ রায়েরবাজার এলাকায় “সাদেক খান সড়ক পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান ”শিরোনামে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুই মাসব্যাপী চলাকালীন উক্ত কর্মসূচিতে সড়কের দুইপাশে অবস্থিত দোকান মালিকগণ অংশগ্রহণ করবেন। যারা নিজ নিজ দোকান বরাবর সামনের সড়কের অর্ধেক অংশ পর্যন্ত পরিস্কার রাখবেন। পর্যবেক্ষণের ভিত্তিতে তাদের মধ্য থেকে নিয়মিত পরিস্কার রাখার উপর নির্ভর করে নির্বাচিত দোকান মালিকদের পুরস্কৃত করা হবে। এজন্য আজ সাদেক খান সড়কের একটি নির্দ্দিষ্ট অংশে দোকান মালিকদের সঙ্গে সকাল ১০.৩০ থেকে ১২.০০ টাপর্যন্ত আলোচনা করা হয়। পাশাপাশি তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
ওয়ার্ক ফর এ বেটারবাংলাদেশ ট্রাষ্ট, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এবং আলিফ আইডিয়াল পাবলিক স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত অভিযান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক এম এ মান্নান মনির ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাষ্ট এর পরিচালক গাউস পিয়ারী, প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন, সিনিয়র প্রজেক্ট অফিসার জিয়াউর রহমান, প্রজেক্ট অফিসার আতিকুর রহমানসহ সংগঠনের কর্মকর্তা এবং স্কুলের শিক্ষকবৃন্দ।