English | Bangla
বিসিআইসি’র পরিচালক (অর্থ) আমিন-উল-আহসান তামাক বিরোধী জোটের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন এর পরিচালক (অর্থ) জনাব আমিন-উল-আহসান এর সাথে বাংলাদেশ তামাক বিরোধী জোটের একটি প্রতিনিধি দল ২০ জানুয়ারি ২০১৯ সকালে মতিঝিলস্থ বিসিআইসি কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এসময় তামাক বিরোধী জোট’র পক্ষ থেকে জনাব আমিন-উল-আহসান কে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণে বিবিআইসি’র প্রতি নিম্নোক্ত সুপারিশসমূহ তুলে ধরা হয়;

  • বিসিআইসি কতৃক বিতরণকৃত সার ও কেমিক্যাল ক্ষতিকর তামাক চাষে ব্যবহার না হওয়া নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ
  • তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি সুরক্ষায় এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তাবায়নে কোড অব কন্ডাক্ট প্রণয়ন
  • তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিসিআইসি’র আওতাধীন সকল প্রতিষ্ঠানসমূহে ধূমপানমুক্ত সাইন স্থাপনে উদ্যোগ গ্রহণ এবং অন্যান্য বিষয়ে অনুরোধ জানানো হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জোটভূক্ত সংগঠন বাঁচতে শিখ নারী’র নির্বাহী পরিচালক ফিরোজা বেগম, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান, প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব, নেটওয়ার্ক কর্মকর্তা শুভ কর্মকার, এইড ফাউন্ডেশনের সিনিয়র এডভোকেসী অফিসার কাজী মো: হাসিবুল হক, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল’র প্রকল্প কর্মকর্তা ও গবেষণা সহকারী মো. মহিউদ্দিন।