English | Bangla
সামাজিক দূরত্ব মেনে চলতে সাইকেলে যাতায়াত শীর্ষক লাইভ অনুষ্ঠান

বর্তমানে পৃথিবীর প্রতিটি দেশের মতই বাংলাদেশ ও করোনা পরিস্থিতিতে পর্যুদস্থ। সাধারন মানুষের জীবন জীবিকার তাগিদে তুলে নেয়া হয়েছে সাধারণ ছুটি, স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে জনজীবন। এ পরিস্থিতিতে নিরাপদ যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাতিসংঘ কতৃর্ক ১২ এপ্রিল ২০১৮ অনুষ্ঠিত ৭২তম নিয়মিত অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ৩ জুন বিশ্ব বাই সাইকেল দিবস পালিত হয়ে আসছে। সারা বিশ্বে যাতায়াত ব্যবস্থায় সাইকেল এর গুরুত্ব অপরিসীম। সাইকেল দূষণ ও জ্বালানীমুক্ত বাহন। সাইকেলে চলাচলে খুবই কম জায়গা লাগে। প্রতিদিন ৩০ মিনিট অথবা বছরে ২১০০ কিমি সাইক্লিং করলে ৫০ ভাগ মুটিয়ে যাওয়া এবং ৫০ ভাগ ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পায়। আমাদের দেশে সাইকেলে নিরাপদভাবে চলাচলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিবহণ ব্যবস্থায় দীর্ঘস্থায়ী উন্নয়ন করা সম্ভব।  ৩ জুন বিশ^ সাইকেল দিবস। সাইকেলে চলাচলের উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট আজ ৩ জুন,২০২০ একটি অনলাইনে ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করছে। 
 
মোঃ আতিকুল ইসলাম, মাননীয় মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনঃ স্বাস্থ্য ভালো রাখতে আমাদেরকে প্রতিনিয়ত সাইকেল চালানো প্রয়োজন। সেক্ষেত্রে আমি নিজেও চাই এই শহড়রটি হোক মানবিক শহড়। সেই জন্য আমি মানুষের ব্যবহার উপযোগী সকল ধরনের কার্যক্রম করতে আগ্রহী। বর্তমানে ঢাকার যাতায়ত ব্যবস্থাকে নিরাপদ করতে আগারগায়ে একটি সাইকেল লেনের কাজ শুরু করেছি। আর মানিক মিয়া এভিনিউতেও সাইকেল লেনের কাজ শুরু হয়েছে। খুব দ্রুত এই সকল কাজগুলো শেষ হবে বলে আমরা মনেকরি। দেশের এই কঠিন পরিস্থিতিতে ঢাকার দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়রকে একত্রে করে কাজ করতে আগ্রহী।
 
সাইফুদ্দিন আহমেদ,  নির্বাহী পরিচালক, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টঃ বলেন, আমাদের সুস্থ্য এবং টেকসই যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে হবে। পূর্বের মত ব্যক্তিগত গাড়ি নির্ভর যাতায়াত  ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে। বিশ্বের অনেক দেশ এখন আগের চেয়ে অনেক বেশি হাঁটা, সাইকেলকে প্রাধান্য দিয়ে যাতায়াত ব্যবস্থা গড়ে তুলছে। অনান্য দেশের ন্যায় আমাদের দেশেও প্রয়োজন এখনই সঠিক সিদ্ধন্ত গ্রহন করা। সাইকেল ব্যবহারের ফলে স্বাস্থ্য ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে। করোনা পরিস্থিতিকে মোকাবেলা করতে সাইকেলের ব্যবহার বাড়াতে হবে। এভাবেই আমরা পরিস্থিতির মোকাবিলা করতে পারি।
 
স্থপতি ইকবাল হাবিব, নগরবিদ ও যুগ্ম সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)ঃ বলেন, আগামী দিনগুলো আমাদের আগের মত হবে না। করোনাকে সামনে রেখে আমাদের নতুন প্রস্তুতি নিতে হবে। শুধুমাত্র সাইকেল লেন করলেই হবে না প্রয়োজন সঠিক পরিকল্পনারও। এতে করে দুর্ঘোটনা যেন বৃদ্ধি না পায় সেদিকেও লক্ষ্য রাখা প্রয়োজন। তাছাড়াও সাইকেলের মূল্য কমিয়েহাতের নাগালে আনতে হবে। আমরা দেখতে পাই ঢাকার প্রায় সকল যাতায়তগুলো হয়ে থাকে প্রায় ৫ কিলোমিটারের মধ্যে। সেই জন্য এই সময় যদি সঠিক ভাবে সিদ্ধান্ত নিয়ে কাজে নামাযায় তাহলেই আমরা সকলেই করোনা পরিস্থিতির সামাল দিতে পারবো।
 
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর যুগ্ম-সম্পাদক মারুফ হোসেনের সঞ্চালনায় এ লাইভ আলোচনা সভাটি আয়োজিত হয়।