English | Bangla
গৃহস্থালী কাজে মূল্যায়ন এবং জাতীয় অর্থনীতিতে নারীর অবদান (দ্বিতীয় সংস্কারণ)
Unpaid_Cove.jpg
অর্থনীতিতে পুরুষের পাশাপাশি নারীদের অবদান অপরিসীম। গৃহস্থালী কাজের মাধ্যমে নারীরা পারিবারিক ক্ষেত্রেতো বটেই, আর্থ-সামাজিক উন্নয়নে রাখছে অপরিসীম অবদান। এরাই আমাদের মা, বোন এবং পরিবার গঠনের অন্যতম অবলম্বন। গৃহস্থালী কাজের মাধ্যমে নারীরা পারিবারিক ক্ষেত্রের উন্নয়নসহ অন্যান্য দিকেও উল্লেখযোগ্য অবদান রাখছে। নারীদের সকল কাজকেই অর্থমূল্যে পরিমাপ করা হয়ত যুক্তিসঙ্গত হবে না বা সম্ভব নয়। কিন্তু তাদের সম্মিলিত কাজের সমন্বিত রূপটিকে জানার এবং জানানোর একটা প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত দারিদ্র উন্নয়নে কৌশলপত্রে নারীদের গৃহস্থালী শ্রমকে অর্থনৈতিকভাবে মূল্যায়নের কথা বলা হচ্ছে। বিষয়টি কিভাবে সম্ভব করা যেতে পারে তারও একটি রূপরেখা তুলে ধরা হয়েছে । যার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকারি-বেসরকারি সংস্থা, দাতা সংস্থা, উন্নয়নকর্মী, গণমাধ্যমের প্রতিনিধি সকলের কাছে কিছু তথ্য ধরার চেষ্টা করা হয়েছে। সরকারি উদ্যোগের মাধ্যমে আমাদের দেশের নারীরা যদি তাদের প্রাপ্য অধিকারটুকু পায় তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটি বাঁধবে কে? গৃহস্থালী কাজে নারীদের ব্যপক অবদান জাতীয় অর্থনীতিতে এখনো গ্রহণযোগ্য নয়। অর্থনীতিতে নারীর অবদান সম্পর্কে সঠিক সমাধানে পৌঁছাতে আরো বৃহত্তর পরিসরে গবেষণা হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট মহলের নিকট এমন প্রয়োজন মনে হলে এ উদ্যোগ স্বার্থক ও সফল হবে।
 
ডাউনলোড করুন