English | Bangla
“তামাক নিয়ন্ত্রণ বিষয়ক আন্তজার্তিক চুক্তি” ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল
T_Fctc1.gif

ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল বা “তামাক নিয়ন্ত্রণ বিষয়ক আন্তজার্তিক চুক্তি” তামাক নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী এক ঐতিহাসিক সম্ভাবনা। বিশ্বব্যাপী তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রণীত এ আন্তর্জাতিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। তামাকের ব্যবহারে বর্তমান বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পৃথিবীর অনেক দেশই তামাক নিয়ন্ত্রণের লক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রত্যাশিত ফলাফল পেয়ে আসছে। তামাকের ব্যবহারকে নিয়ন্ত্রণ একটি বড় বিষয়। কিন্তু এ ধরণের বিষয়গুলো এককভাবে কোন রাষ্ট্রের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়, সম্মিলিত ভাবে তামাক নিয়ন্ত্রণের লক্ষকে সামনে রেখে এফসিটিসি প্রণয়ন করা হয়।  ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল বা এফসিটিসি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সরকারী ও বেসরকারী প্রতিনিধিদের দীর্ঘ প্রায় আট বছরের কর্ম প্রচেষ্টার ফসল। বিশ্বব্যাপী তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে এই আন্তর্জাতিক চুক্তিটি একটি সম্ভাবনাময় দ্বার উন্মোচন করেছে। এফসিটিসি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারী ও সুশিল সমাজের দায়িত্বও অনেক। মূলত এ প্রকাশনায় এফসিটিরির মূল বিষয়গুলো সহজভাবে তুলে ধরা হয়েছে।

ডাউনলোড করুন-