English | Bangla
তামাক ও দরিদ্রতা_বাংলা
Cover_page.jpg
মুখবন্ধ: দরিদ্রতা এবং তামাক : তামাক ব্যবহারে বাংলাদেশের দরিদ্র জনসাধারণের উপর প্রভাব শীর্ষক গবেষণা রিপোর্টটি Hungry for Tobacco বঙ্গানুবাদ এবং এটি বাংলায় মুদ্রণ করতে পেরে আমরা আনন্দিত। Hungry for Tobacco- রিপোর্টটি ২০০০ সালের জুলাই মাসে প্রথম মুদ্রিত হয় এবং গবেষণায় ইল্লিখিত বাজারদরও ২০০০ সালের। বাংলায় মুদ্রিত এ রিপোর্টটিতেও সেই একই বাজারদর উল্লেখ করা হয়েছে যদিও ইতিমধ্যে বাজার দরের অনেক পরিবর্তন ঘটেছে। আমরা আশা করছি এ রিপোর্টটি নীতিনির্ধারক তামাক নিয়ন্ত্রণ তথা দেশে উন্নয়ন কর্মে নিয়োজিত সকলের উপকারে আসবে। সমাজ জীবনে এর ন্যূনতম প্রতিফলন আমাদের কর্ম প্রচেষ্টাকে সার্থক করবে।
 
সারাংশ: বাংলাদেশের অর্ধেক মানুষ দরিদ্রতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিদিন কোটি কোটি মানুষ এর জন্য অসুস্থতায় ভুগছে। এদের স্বাস্থ্য ভাল না থাকার কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ইউনিসেফ এর এক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশের মোট জাতীয় আয়ের  ৫% অপুষ্টি জনিত কারণে হারিয়ে যায়। তামাক ব্যবহারের কারণে দেশ ও দেশের জনগণ আরো গরীব হচ্ছে। এজন্য প্রয়োজন ভাল তামাক  নিয়ন্ত্রণ আইন। যদি তামাক নিয়ন্ত্রিত হয় তবে দেশের মানুষের তথা জাতীয় পর্যায়ে দ্রুত উন্নয়ন ঘটানো সম্ভব। দেশের মানুষ যদি তামাক ব্যবহার না করে তবে এ থেকে কয়েকটি বড় ধরণের সুবিধা পাওয়া যাবে।
 
প্রতি বছর ১ কোটি ৪০ লক্ষ ডলার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
শতকরা ১৯ ভাগ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য সেবার জন্য আরো বেশী অর্থ ব্যয় করা যাবে।
১ কোটি ৫ লক্ষ ক্ষুধার্ত লোক পর্যাপ্ত খেতে পারবে।
প্রতিদিন অপুষ্টিজনিত কারণে যে ৭০০ শিশু মৃত্যুবরণ করে তার ৩৫০ জন মৃত্যুর হাত থেকে রেহাই পাবে।
 
তামাকের ব্যবহার একবারে বন্ধ করা সম্ভব নয়। যদি একটি শক্তিশালী আইন তৈরি করা যায় তবে মানুষ দিন দিন তামাক আরো কম ব্যবহার করবে। যদি দেশের মানুষ তামাক কম ব্যবহার করে তবে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সে তার প্রয়োজনীয় জিনিসের পিছনে আরো অর্থ ব্যয় করতে পারবে। ক্ষুধার্ত শিশু এবং শিশু মৃত্যুর হারও কমে যাবে। বইটি ডাউনলোড করুন।