English | Bangla
কার্যক্রম
খাদ্যাভ্যাস, অলসতা, ধূমপান ও তামাক সেবন, মাদকের অপব্যবহার ইত্যাদি নানা কারণে মানুষের মধ্যে ক্যান্সার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, স্ট্রোক, হাঁপানিসহ নানারকম অসংক্রামক রোগ বাড়ছে। এসব রোগ প্রাণঘাতী, দীর্ঘমেয়াদী ও চিকিৎসা ব্যয়বহুল। তাই অসংক্রাতক রোগ প্রতিরোধকে সর্বাধিক গুরুত্ব দেয়া প্রয়োজন। রোগ প্রতিরোধ কার্যক্রমে জোরদার করার মাধ্যমে জনস্বাস্থ্যের টেকসই উন্নয়ন করা সম্ভব। ১৬জুন বিকাল সাড়ে চারটায় রায়েরবাজার ডাবিউবিবি ট্রাস্ট এইচআরডিসি সেন্টারে আয়োজিত বিভাগীয় কর্মশালায় বক্তারা উপরোক্ত আহবান করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আলোচনা করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার, বিশিষ্ট পরিবেশবিদ ...
দিনব্যাপী বিভাগীয় কর্মশালায় বিশেষজ্ঞদের অভিমত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং কোমল পানীয় গ্রহণ ও নাগরিক জীবন যাপনের কারণে প্রাণঘাতী অসংক্রামক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।  মানুষের মৃত্যুঝুঁকি কমিয়ে আনা এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সকল প্রকার ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং কোমল পানীয় বিজ্ঞাপন নিষিদ্ধ করা প্রয়োজন।  ১৪ জুন সকাল ১১টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর সংস্থার কৈবর্ত সভাকক্ষে অসংক্রামক রোগ ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ক দিনব্যাপী বিভাগীয় কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আলোচকবৃন্দ উপরোক্ত দাবী করেন। ...
রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে জাতীয় স্বাস্থ্য নীতি পাস করেছে এবং সে আলোকে ক্যান্সার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়বেটিস, হাঁপানিসহ প্রাণঘাতী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণসহ জনস্বাস্থ্য উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। মানুষের মৃত্যুঝুঁকি কমিয়ে আনাসহ রোগ প্রতিরোধী ব্যবস্থাকে কার্যকর করতে সরকারের স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। উন্নয়নকে টেকসই ও কার্যকর করতে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। ...
নেতিবাচক খাদ্যাভ্যাস, অলসতা, ধূমপান ও তামাক সেবন, মাদকের অপব্যবহার ইত্যাদি নানা কারণে মানুষের মধ্যে নানারকম ক্যান্সার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, হাঁপানি, ডায়বেটিসহ অসংক্রামক রোগ বাড়ছে। শিশুদের শৈশবেই রোগ প্রতিরোধ সম্পর্কে ধারণা দিতে হবে। এজন্য সর্বাগ্রে সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ বাধ্যতামূলক করা দরকার। ৬জুন সকাল সাড়ে ৯টায় রায়েরবাজার ডাবিউবিবি ট্রাস্ট এইচআরডিসি সেন্টারে আয়োজিত বিভাগীয় কর্মশালায় নেতৃবৃন্দ এ আহবান করেন। ...
ডায়বেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো অসংক্রামক রোগের চিকিৎসায় গুরূত্ব প্রদান করা হলেও প্রতিরোধ ব্যবস্থায় যথেষ্ট গুরূত্ব প্রদান করা হচ্ছে না। ফলে এ ধরনের অসংক্রামক রোগ দেশে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এসব রোগ নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ না করা হলে অচিরেই তা মহামারী আকারে দেখা দিতে পারে। শনিবার ১০ জানুয়ারি সকালে ডাব্লিউবিবি ট্রাস্ট এইচআরডিসি-র কৈবর্ত সম্মেলন কক্ষে অসংক্রামক রোগ ও তামাক নিয়ন্ত্রণে দক্ষতা বৃদ্ধিমূলক বিভাগীয় কর্মশালায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ...