English | Bangla
কার্যক্রম
১৯ জুলাই, ২০১৭ বিকেলে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র আয়োজনে মোহাম্মদপুরে সুপ্র কার্যালয়ে “তামাক নিয়ন্ত্রণে স্থায়ীত্বশীল আর্থিক যোগান নিশ্চিতে দ্রুত সারচার্জ ব্যবস্থাপনা নীতি পাশ করা জরুরী শীর্ষক মত বিনিময় সভায় বক্তারা বলেন তামাক কোম্পানীগুলো সরকারে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্থ করছে। তামাক কোম্পানীর অপপ্রচার ও রাষ্ট্রের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাধাগ্রস্থ করা সুশাসনের জন্য প্রতিবন্ধকতা। ...
১৮ জুলাই, ২০১৭ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র উদ্যোগে সারচার্জ ব্যবস্থাপনা নীতিসহ সকল তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম তামাক কোম্পানীর প্রভাবমুক্ত রাখার দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।  ...
১৯ জুন সকাল ১১টায় বেইলি রোড, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন কার্যালয়ে বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাংলাদেশ গার্লস গাইড্স এসোসিয়েশনয়ের কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় হয়।  ...
১৮ জুন,২০১৭ সকাল ১১টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট’র একটি প্রতিনিধি দল বিএসটিআই মহাপরিচালকের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময়  মতবিনিময়কালে বিএসটিআই মহাপরিচালক মো. সাইফুল হাসিব বলেন, তামাক আমাদের বাধ্যতামূলক পণ্য নয় বিধায় এসব পণ্যের মান আমরা নীরিক্ষা করি না। তবে তামাক যেহেতু বহুল ব্যবহৃত একটি ক্ষতিকর পণ্য, তাই এ পণ্যকেও বাধ্যতামূলক করা যাবে। এছাড়া তামাকজাত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ প্রদানের বিষয়টিও যাচাইবাছাই করে পদক্ষেপ নেয়া হবে।     ...
তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে বছরে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে। দেশে মোট মৃত্যুর ১৪.৬% এর জন্যই দায়ী ধূমপান ও তামাক সেবন। তাই তামাক কোম্পানিকে সহযোগিতা বা তামাক কোম্পানির কার্যক্রমে অংশগ্রহণ কিংবা তামাক কোম্পানির প্রতারণা প্রতিরোধে নিস্ক্রিয় থাকা প্রকারান্তরে মৃত্যুকেই উৎসাহিত করার সামিল। ০৩ এপ্রিল, ২০১৭ সকালে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দেশের বিশিষ্টজনেরা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ডাব্লিউবিবি ট্রাস্ট, কনজিউমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) এর ...