English | Bangla
কার্যক্রম
তামাক নিয়ন্ত্রণ ও সরকারের নীতিতে যাতে কোনো ধরনের হস্তক্ষেপ না হয় সেজন্য বিএটিবি’র বোর্ড থেকে সচিবদের দ্রুত বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. এ. মান্নান এমপি। আজ বুধবার (৩০ নভেম্বর ২০২২) বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি কনফারেন্স রুমে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট ও ইনিশিয়েটিভ ফর পাবলিক হেলথ রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন (আইপিএইচআরসি) এ যৌথভাবে আয়োজিত ‘তামাক কোম্পানির সিএসআর : মিথ ও বাস্তবতা’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ...
সরকারের তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে গৃহীত জনস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক কার্যক্রমসমুহকে ধারাবাহিতভাবে বাধাগ্রস্থ করছে তামাক কোম্পানিগুলো। তামাক কোম্পানিগুলো এ ধরনের সুযোগ পাচ্ছে তার অন্যতম প্রধান কারণ তামাক কোম্পানিতে সরকারের বিদ্যমান শেয়ার । জাতীয় তামাকমুক্ত দিবস ২০২২ উপলক্ষে আজ ১৩ অক্টোবর ২০২২, সকাল ১১.০০ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) সহ  মোট ১২ টি সংগঠনের উদ্যোগে “তামাক কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণে প্রধান প্রতিবন্ধকতা” বিষয়ক একটি অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।  ...
প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে সরকার ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার লক্ষ্য অর্জনে এবং জনস্বাস্থ্য উন্নয়নে সরকার আইন প্রণয়ন ও বাস্তবায়নে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে। তামাক নিয়ন্ত্রণে সরকারের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকলেও তামাক কোম্পানিগুলো শিশু-কিশোর ও তরুণদের তামাকের নেশায় ধাবিত করতে আইন লংঘন করে প্রচার-প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আইন লঙ্ঘণ কওে তামাকজাত দ্রব্যের প্রচারণার জন্য তামাক কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনা প্রয়োজন। এছাড়া তামাক কোম্পানি ও তাদের সুবিধাভোগীরা তামাক নিয়ন্ত্রণে সহায়ক নীতি প্রণয়নে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরী করছে। - স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের কনফারেন্স রুমে ...
বিশ্বে অকাল এবং প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম প্রধান কারণ তামাকজাত দ্রব্যের ব্যবহার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জনস্বাস্থ্যের উন্নয়ন এবং সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। তামাকের ভয়াবহতা বিবেচনায় সরকার এর ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে গ্রহণ করছে নানামুখী পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতোমধ্যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তামাক নিয়ন্ত্রণকে অন্তর্ভূক্ত করা হয়েছে।    বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত উদ্বেগের কারণ এই যে, সরকার তামাক নিয়ন্ত্রণে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করলেও তামাক কোম্পানীগুলোর অবৈধ হস্তক্ষেপ আইন বাস্তবায়ন ও সহায়ক ...
২৪ শে নভেম্বর, বুধবার, ২০২১, ডাব্লিউবিবি ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজনে রাজধানীর ধানমন্ডি শংকর বাসস্ট্যান্ড ও তার আশেপাশের এলাকা ধূমপান ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে বিভিন্ন দোকানে প্রচারণা কর্মসূচী পালন করা হয়।   ...