English | Bangla
কার্যক্রম
১৫ সেপ্টেম্বর ২০১৮ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “গো ব্যাক জাপান টোব্যাকো” শীর্ষক অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বলেন, সরকারের তামাক নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়ার ফলে দেশে তামাকের ব্যবহার হ্রাস পাচ্ছে। যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। এমতাবস্থায়, বৈদেশিক বিনিয়োগের নামে তামাক কোম্পানীকে দেশে তামাকের বাজার সম্প্রসারণের সুযোগ করে দেওয়া হলে জনস্বাস্থ্যকে আরো ঝুঁকির মধ্যে ফেলা হবে।  ...
০৯ সেপ্টেম্বর ২০১৮ প্রেসক্লাবের সামনে ডাব্লিউবিবি ট্রাস্ট, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন ও বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজিত “তামাকের সম্প্রসারণ নয়, নিয়ন্ত্রণ চাই” শীর্ষক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বর্তমান এবং আগামী প্রজন্মর সুস্থ্যতা নিশ্চিতে তামাকের সম্প্রসারণ নয়, তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বৈদেশিক বিনিয়োগের নামে তামাক কোম্পানীকে দেশে বাজার সম্প্রসারণের সুযোগ করে দেওয়া হলে একদিকে জনস্বাস্থ্যকে আরো ঝুঁকির মধ্যে ফেলা হবে অপরদিকে বিশ্বের দরবারে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হবে। ...
সেপ্টেম্বর সকালে ডাব্লিউবিবি ট্রাস্ট্রের কৈবর্ত্য কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় বক্তারা উপরোক্ত অভিযোগ করেন। সারাদেশে গত তিন বছরে তামাক নিয়ন্ত্রণে কর্মরত সংগঠনগুলোর জরিপের তথ্য সমন্বিতভাবে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত ১০টি সংগঠন তাদের তথ্য তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ। সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এর সমন্বয়কারী ও এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস। আলোচনা ...
২০ আগস্ট ২০১৪ তারিখ সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠন ডাব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, একলাব, এইড, নাটাব, টিসিআরসি, ইপসা, মানবিক, ইকো সোসাইটি, গ্রীন মাইন্ড সোসাইটি,  প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, অরুণোদয়ের তরুণ দল ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে  অবস্থান র্কমসূচীর আয়োজন করে। ...
দেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বেগবান করতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০১৩  বাস্তবায়নে দ্রুত বিধিমালা প্রণয়ন জরুরী। ৭ সেপ্টেম্বর  ১১.০০ টায় ধানমন্ডির বিলিয়া সেন্টারে ডাব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন: বিধিমালা প্রণয়নে প্রত্যাশা” শীর্ষক সেমিনারে আলোচকরা এ দাবী জানান।  ...