English | Bangla
কার্যক্রম
দ্রব্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী প্রচলনে তামাক কোম্পানির ষড়যন্ত্র প্রতিহত করতে হবে আহবান জানিয়ে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর উদ্যোগে ২৩ জানুয়ারি, ২০১৬ সকাল সাড়ে ১১টায় সংস্থার সভা কক্ষে উপরোক্ত আহবান জানানো হয়। “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাকজাত দ্রব্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবানীর মুদ্রণ নিশ্চিত করার প্রয়োজনীতা” সভা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী মুক্তি এবং সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান। সভায় উপস্থিত ছিলেন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল ...
তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণীর প্রত্যাশায় সমগ্র বাংলাদেশ। সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী সবাই তামাকের মোড়কে ছবিসহ সতর্কবাণীর প্রচলনকে তামাক নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ হিসাবে চিহ্নিত করেছেন, যা আগামী ১৯ মার্চ ২০১৬ থেকে এ সচিত্র সতর্কবাণীর প্রচলন করা হচ্ছে। ১১ জানুয়ারি ২০১৬ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি সভাকক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর উদ্যোগে পরিচালিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক গবেষণার তথ্য ...
ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) স্বাক্ষরকারী প্রথম দেশ হওয়া সত্ত্বেও বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ সতর্কবাণী প্রদানে পিছিয়ে রয়েছে। যা আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। মূলত বহুজাতিক তামাক কোম্পানিগুলো দেশের তরুণ সমাজকে নেশায় ধাবিত করতে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের বিষয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তামাক কোম্পানির প্রতারণামূলক কার্যক্রম ও ষড়যন্ত্র প্রতিহত করতে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের দৃঢ় অবস্থানকে তামাক বিরোধী সংগঠনসমূহ সমর্থন জানায়। তামাকজাত দ্রব্যের মোড়কের স্বাস্থ্য সতর্কবাণী প্রচলনে তামাক কোম্পানির ষড়যন্ত্র রুখতে সবাইকে আহবান জানিয়ে ০৬ জানুয়ারি, ২০১৬ জাতীয় ...
তামাক ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ প্রণয়ন করেছে। উক্ত আইনের ১০ ধারা অনুযায়ী, সকল ধরনের তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণীর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২৬ মার্চ ২০১৬ হতে বিধানটি কার্যকর হবে। তামাকের ক্ষতি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ব্যবহার হ্রাস এবং  তামাকজনিত রোগ ও মৃত্যু কমিয়ে আনতে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী সর্বাধিক কার্যকরপন্থা। ৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, সকাল ১০.৩০ মিনিটে, কৈর্বত্য সম্মেলন কক্ষে প্রটেক্ট টু  জার্নালিস্ট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর  ...
জুলাই ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট ও ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংগঠন দি ইউনিয়ন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ‘তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণীর বিধান বাস্তবায়নে নাগরিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচনা করেন বাংলাদেশের খ্যাতিমান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রবীণ চিকিৎসক অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, বিশিষ্ট পরিবেশবিদ ও পরিবেশ বাচাঁও আন্দোলন (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, অপরাজয় বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, দ্যা ইউনিয়ন-এর কারিগরি পরামর্শক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম প্রমুখ। ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক ...