English | Bangla
বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম
T_Bangladesh_a_tamak_niyantron_karjokrom2.gif

বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম স্বাধীনতার পর থেকেই শুরু হয়। মূলত অল্প কজন ডাক্তার স্ব উদ্যোগে এ কার্যক্রম শুরু করে। অধ্যাপক ডা. সৈয়দ ফজলুল হক এর নেতৃত্বে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ৭৮ সালে প্রতিষ্ঠার পর ধূমপান ও তামাকের ক্ষতিকর বিষয়ে নিজস্ব পরিসারে প্রচারণা শুরু করেন। মূলত ডাক্তার পেশাজীবিদের এ সংগঠনই আনুষ্ঠানিকভাবে প্রথম তামাক বিরোধী সংগঠন বলে প্রতীয়মান।
পরবর্তীতে দেশে তামাক নিয়ন্ত্রণ আন্দোলনকে নির্দিষ্ট একটি অবস্থায় নিয়ে আসতে বাংলাদেশ তামাক বিরোধী জোটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংরাদেশ তামাক বিরোধী জোট একটি সামাজিক আন্দোলন, যার সঙ্গে জড়িয়ে আছে ৭০০ বেশি সংগঠন। এই সংগঠনগুলো দেশের তামাক নিয়ন্ত্রণ আন্দোলনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বইয়ের কপি সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন-

http://www.wbbtrust.org/view/details/contact-us