English | Bangla
তামাক ও দারিদ্রতা তামাক চাষ, বিড়ি শ্রমিক ও বিড়ি সেবনের প্রভাব শীর্ষক গবেষণ
Tobacco_Poverty1.gif

বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর একটি। জনসংখ্যার চাপ এবং অভ্যন্তরীণ সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত না হওয়ায় দেশের উন্নয়ন প্রক্রিয়া প্রতিনিয়ত বাধাগ্রস্থ হচ্ছে দেশের ৪০ ভাগেরও বেশি মানুষের খাদ্য ঘাটতিতে ভুগছে। তামাকের ব্যবহারে এসব দরিদ্র মানুষের নানাবিধ সমস্যাকে আরও প্রলভিত করছে।
২০০০ সালে ‍‍‍‍‌"তামাক ও দরিদ্রতা” শীর্ষক গবেষণায় প্রথম তামাকের সাথে দরিদ্রতার সম্পর্কটি উঠে আসে। যাতে দেখা যায় “ধনীদের তুলনায় দারিদ্র দের মাঝে ধূমপান বা তামাকজাত পণ্যের ব্যবহার প্রায় দ্বীগুণ। তামাকের জন্য ব্যয় করা অর্থের ৬৯% খাদ্য ক্রয়ে ব্যয় করলে তা দিয়ে ১ কোটিরও বেশি পরিমাণ শিশুকে পুষ্টিকর খাদ্য দেয়া সম্ভব”। তারই ধারাবাহিকতায় আমাদের এ গবেষণা। এখানে তামাক চাষ, বিড়ি শ্রমিক ও বিড়ি সেবনকারীদের অর্থনৈতিক –সামাজিক অবস্থা তুলে ধরা হয়েছে। আমাদের বিশ্বাস দরিদ্রতা বিমোচনে গৃহীত পদক্ষেপগুলোতে আমাদের প্রয়াশ ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

বইয়ের কপি সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন-

http://www.wbbtrust.org/view/details/contact-us