English | Bangla
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রমোশন এবং পৃষ্ঠপোষকতার বর্তমান অবস্থা: গবেষণা প্রতিবেদন
Taps_Ban_Servey_Report_Cover_Front.jpg
একবছর মেয়াদী কার্যক্রমটি শুরু হয়েছিল ২০১৮ সালের এপ্রিলে। ২০১৯ সালের ফ্রেরুয়ারীতে গবেষনাটি সম্পন্ন হয়। বাংলাদেশের ৩টি বিভাগের (ময়মনসিংহ, বরিশাল এবং সিলেট) ৪টি উপজেলা ও ২টি জেলায় ৩টি ধাপে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রমোশন এবং পৃষ্ঠপোষকতার অবস্থার উপর জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। দি ইউনিয়নের অর্থায়নে ডাব্লিউবিবি ট্রাস্ট কর্তৃক মুক্তাগাছা, শ্রীবরদী, সুনামগঞ্জ, জকিগঞ্জ, পটুয়াখালী এবং গৌরনদীতে এই গবেষণা কার্যক্রমটি পরিচালিত হয়।
 
ডাব্লিউবিবি ট্রাস্ট গবেষণার মাধ্যমে মাঠ পর্যায় থেকে সরাসরি তথ্য সংগ্রহ, একান্ত স্বাক্ষাৎকার গ্রহণ এবং ফোকাস গ্রুপ ডিসকাশনের (এফজিডি) মাধ্যমে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রমোশন এবং পৃষ্ঠপোষকতার চলমান অবস্থা ও বাস্তব চিত্র তুলে আনার চেষ্টা করে। উক্ত গবেষণাটিতে তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫ এর বাস্তবায়নের অগ্রগতি এবং টাস্কফোর্স কমিটিগুলোর সক্রিয়তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণও সরাসরি আলোচনার মাধ্যমে তুলে আনার চেষ্টা করা হয়েছে। ছয় মাস মধ্যবর্তীকালীন কার্যক্রম পরিচালনার পর অবস্থার পরিবর্তনের চিত্রও প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছে। আমরা প্রত্যাশা করি, উক্ত গবেষণা থেকে প্রাপ্ত তথ্য সরকার, নীতিনির্ধারক ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের সাথে সম্পৃক্তদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ ও নীতি নির্ধারনে সহায়তা করবে। বইটি পিডিএফ ডাউনলোড করুন