English | Bangla
এমপাওয়ার পলিসি:বর্তমান অবস্থা ও করনীয়
MPOWER_Book.jpg
আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৮ সালে এমপাওয়ার (MPOWER) প্যাকেজ ঘোষণা করে। এটি অনুসরণের মাধ্যমে এফসিটিসির কার্যকর বাস্তবায়ন যেমন সম্ভব, তেমনি তামাকের ব্যবহার কমাতেও এর ভূমিকা অপরিসীম। এই এমপাওয়ার প্যাকেজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক কর্মপরিকল্পনার অংশ।
 
তামাক নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ জরুরি। রাষ্ট্রসমূহে তামাক নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে এমপাওয়ার প্যাকেজ একটি সূত্র হিসাবে কাজ করবে। ইংরেজি ছয়টি অক্ষর (MPOWER) এর প্রতিটি অক্ষর তামাক নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট পৃথক পৃথক গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছে। তামাক নিয়ন্ত্রণের জন্য ছয়টি সুনির্দিষ্ট পদ্ধতি বা নীতির প্রম আদ্যক্ষর নিয়ে এক শব্দে তৈরি এমপাওয়ার।
 
১. Monitor tobacco use and prevention policies: তামাকজাত দ্রব্যের ব্যবহার ও তামাক প্রতিরোধে নীতিগত পদক্ষেপ মনিটরিং বা পর্যবেক্ষণ
২. Protect people from tobacco smoke: পরোক্ষ ধূমপানের প্রভাব থেকে অধূমপায়ীদের সুরক্ষা প্রদান
৩. Offer help to quit tobacco use: তামাক সেবন ও ধূমপান বর্জনের সহায়তা প্রদান
৪. Warn about the dangers of tobacco: তামাকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে জানানো তথা সচেতনতা বৃদ্ধি
৫. Enforce bans on tobacco advertising, promotion, and sponsorship: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ
৬. Raise taxes on tobacco: তামাকের কর বৃদ্ধি
 
বাংলাদেশে ২০০৮ সাল থেকেই এমপাওয়ার প্যাকেজের আলোকে বিভিনড়ব কার্যক্রম শুরু হয়। বিশেষ করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিনড়ব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এমপাওয়ার-এর বিভিনড়ব নীতির আলোকে কাজ করছেন। এমপাওয়ার পলিসি প্যাকেজের বাস্তবায়ন বাংলাদেশে কি অবস্থায় রয়েছে তা জানার লক্ষ্যে পরিচালিত গুণগত গবেষণার আলোকে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বইটি ডাউনলোড করুন...