English | Bangla
কার্যক্রম
২২ জুলাই ২০১৪ তারিখ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অরুনোদয়ের তরুণ দল, এলআরবি ফাউন্ডেশন, মাধবিকা ও ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে ‌‌'ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক ও ক্যান্সার প্রতিরোধে ফাস্টফুড, জাঙ্কফুড, কোমলপানীয় ও তামাকজাত পণ্য বজর্ন করুন" শীর্ষক অবস্থান কর্মসূচীর আয়োজন করে। ...
রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়বেটিস জাতীয় অসংক্রামক রোগ হতে রক্ষায় খাদ্যভাস পরিবর্তন, নিয়মিত শরীরচর্চা জরুরি। পাশাপাশি কোমল পানীয়, ফাষ্টফুড ও জাঙ্কফুড জাতীয় খাবার গ্রহণ হতে বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট ও ইউল্যাব সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব এর যৌথ উদ্যোগে ০৭ এপ্রিল  ইউল্যাব অডিটরিয়াম ‘অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভাবনা ’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসক ও জাতীয় স্বাস্থ্য আন্দোলনের সভাপতি ডাঃ ...
রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়বেটিস জাতীয় অসংক্রামক রোগ হতে রক্ষায় খাদ্যভাস পরিবর্তন, নিয়মিত শরীরচর্চা জরুরি। পাশাপাশি কোমল পানীয়, ফাষ্টফুড ও জাঙ্কফুড জাতীয় খাবার গ্রহণ হতে বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট ৪ ফেব্র“য়ারি ২০১৩ ডাব্লিউবিবি ট্রাস্ট এর উদ্যোগে “ক্যান্সার সম্পর্কে আপনি কি জানুন” বিষয়ক লিফলেট ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বিকাল ৩.০০ টায় অনুষ্ঠিত লিফলেট ক্যাম্পেইন এ অংশগ্রহণ করেন ডাব্লিউবিবি ট্রাস্টের সদস্যবৃন্দ, অরুণোদয়েরতরুণ দলের সদস্যবৃন্দ সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে ...
স্বল্প আয়ের দেশগুলোতে অসংক্রামক রোগের প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বৃদ্ধির অন্যতম কারণ তামাকজাত দ্রব্যের ব্যবহার বৃদ্ধি। তামাকজাত দ্রব্য ব্যবহারজনিত অসংক্রামক রোগ ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিদের দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন পাশে জারুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৮ জানুয়ারী ২০১৩, মঙ্গলবার চারুকলার সামনে ডাব্লিউবিবি ট্রাস্ট এর উদ্যোগ আয়োজিত অবস্থান কর্মসূচীতে এ আহবান জানানো হয়।   ...
ক্যান্সার, ডায়বেটিস, হৃদরোগ, উচ্চরক্তচাপসহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ করতে ফাস্টফুড ও জাঙ্কফুড, কোমল পানীয়-এনার্জি ড্রিংক্স-প্যাকেটজাত জুস এর মত ক্ষতিকর পণ্যের উপর উচ্চহারে কর আরোপ এবং এসব ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপন বন্ধ করার জন্য দাবি জানিয়েছে কয়েকটি বেসরকারি সংগঠন।  ১৯ জুন, ২০১২ সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের সামনে ডাব্লিউবিবি ট্রাস্ট, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠণ, গ্রীন মাইন্ড সোসাইটি, সিরাক বাংলাদেশ ও অরুনোদয়ের তরুন দল এর উদ্যোগে অবস্থান কর্মসূচীর মাধ্যমে এই দাবী জানানো হয়। ...