English | Bangla
কার্যক্রম
ধূমপান ও তামাক ত্যাগ করতে হবে। পাশাপাশি সব রোগীকে ধূমপান ও তামাকের ক্ষতি সম্পর্কে অবহিত করতে হবে। যদি চিকিৎসক ধূমপান ও তামাক সেবন করেন, তবে সেসব নেশাগ্রস্ত চিকিৎসকদের বর্জন করতে হবে। পাশাপাশি রোগীদের মধ্যেও যদি কেউ ধূমপান বা তামাক সেবন করেন, তবে তাদের চিকিৎসা প্রদান না করার কথা জানালে তারা ধূমপান ও তামাক ত্যাগে বাধ্য হবে। ৩১ মে সকাল ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৫, উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ ...
আইনভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার বন্ধে দ্রুত সংশোধিত তামাক নিয়ন্ত্রণে আইনের বিধিমালা প্রণয়ন এবং আইনভঙ্গকারী কোম্পানিগুলোর শাস্তির দাবিতে ধূমপানমুক্ত পাতাকাসহ স্কেটিং র‌্যালি করছে প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, ডাব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট। শতাধিক যুবকের অংশগ্রহনে ৩১ মে ২০১৩ বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ৩১ মে ২০১৩ দুপুর ৩ টায় টিএসটি হতে র‌্যালিটি শুরু হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ...
২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন পাস হবার পর থেকে গণমাধ্যমে সরাসরি বিজ্ঞাপন বন্ধ হয়; তামাক নিয়ন্ত্রণের জন্য খুবই ইতিবাচক। কিন্তু এ আইন হবার তামাক কোম্পানিগুলো নানাভাবে আইন ভঙ্গ করে চলেছে।  ...
তামাক কোম্পানিগুলো আইন ভংগ করে নিজেদের বানিজ্যিক স্বার্থ চরিতার্থ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গৃহিত কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে প্রতিনিয়ত অপচেষ্টার মাধ্যমে কুটকৌশল ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও কর বৃদ্ধির প্রক্রিয়ার জোরদার করতে তামাক কোম্পানি কুটকৌশল ও অপপ্রচার প্রতিরোধ করতে হবে। তামাক কোম্পানিকে প্রতিহত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকে সমন্বিত ভূমিকা পালন করতে হবে। তামাক কোম্পানির অপপ্রচার প্রতিহত করতে গণমাধ্যমকেও সক্রিয় ও সচেতন থাকতে হবে। ...
জনস্বাস্থ্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন জরুরী। ডাব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন ও নাটাবের উদ্যোগে ৩১ মে ২০১১ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সাইকেল র‌্যালিতে বক্তারা এ কথা বলেন। ...