English | Bangla
যাতায়াত ব্যবস্থা সম্পর্কিত সেমিনার

গত ২৯ ডিসেম্বর ২০১৩, বিকাল ৩.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে ইনিস্টিটিউট অব ওয়েলবিং সেন্টার এ “গণমূখী যাতায়াত ব্যবস্থা: রুয়ান্ডার অভিজ্ঞতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল বক্তা ছিলেন ড. মাহবুবুল বারী, উপদেষ্টা, অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয় রুয়ান্ডা। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হেলথব্রিজ কানাডার আঞ্চলিক পরিচালক দেবরা ইফরইমসন এবং ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক সৈয়দ মাহবুবুল আলম সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসি অফিসার মারুফ রহমান।
ড. মাহবুবুল বারী তার বক্তব্যে উল্ল্যেখ করেন, সম্প্রতি রুয়ান্ডাতে সমন্বিত ভূমি ব্যবহার ও পরিবহন নীতিমালা প্রণীত হয়েছে। নীতিমালায় ভূমির মিশ্র ব্যবহার এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থ্যাৎ প্রতিটি কমিউনিটিতে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ার সুযোগ থাকবে যাতে নগরবাসীর অল্প দূরত্বের মধ্যে সেগুলি পাওয়ার সুযোগ থাকবে। নীতিমালায় আরও যে সকল বিষয় উল্লেখ রয়েছে তার মধ্যে হাঁটাকে অগ্রাধিকার দেয়া (পথচারীর প্রধান নীতিমালা), যাতায়াত চাহিদা হ্রাস করা, প্রাইভেট কার নিয়ন্ত্রণ করা এবং গণ পরিবহন ব্যবহার উন্নয়ন করা এর অন্যতম।
তিনি বাংলাদেশ, থাইল্যান্ড ও রুয়ান্ডা এই তিনটি দেশে কাজের অভিজ্ঞতায় বলেন, মন্ত্রণালয় শুধুমাত্র নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং তদারকির কাজ করলে তবেই প্রকৃত উন্নয়ন ঘটবে। সেক্ষেত্রে ইংল্যান্ড ও রুয়ান্ডাতে মন্ত্রণালয় কর্তৃক সরাসরি কোন প্রকল্প বাস্তবায়ন করা হয় না। কিন্তু বাংলাদেশে মন্ত্রণালয় কর্তৃক সরাসরি প্রকল্প বাস্তবায়নের কারণে অনেক সময় নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দূর্বলতা থেকে যায় বলেও তিনি উল্ল্যেখ করেন।