English | Bangla
আরবান থিঙ্কার্স ক্যাম্পাস (ইউটিসি) ২০১৭
বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর মেগাসিটিগুলোর মধ্যে একটি। ঢাকা শহরকে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পরিবেশ, অবকাঠামো, উন্মুক্ত পরিবেশ, নগর ও স্থানীয় শাসন ব্যবস্থা এবং ব্যবস্থাপনা নিয়ে শহরটি প্রতি মুহূর্তে প্রতিকুলতার সম্মুখীন হচ্ছে। এ শহরের একটি সুন্দর ভবিষ্যতের জন্য মাঝারি শহরগুলোর উন্নয়ন করা অত্যন্ত প্রয়োজনীয়। মাঝারি শহরগুলোর উন্নয়ন এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বাস্তব পরিস্থিতি অনুসন্ধান এবং সমস্যাসমূহের সমাধান চিহ্নিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ আর্কিটেক্টস এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ৯-১১ নভেম্বর ২০১৭ তিন দিনব্যাপী আরবান থিঙ্কার্স ক্যাম্পাস (ইউটিসি) আয়োজন করা হয়। 
 
তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন উদ্বোধনী, দ্বিতীয় দিন গোলটেবিল বৈঠক ও কর্মশালা এবং তৃতীয় দিন আরবান ল্যাব আয়োজন ও ঘোষণাপত্র পাঠ করা হয়। গোলটেবিল বৈঠকসমূহ চারটি বিষয়ের অনুষ্ঠিত হয়: সুশাসন এবং দক্ষতাবৃদ্ধি; জলবায়ু, স্থিতিস্থাপকতা এবং অবকাঠামো; সুষ্ঠু উন্নয়ন- গ্রাম ও শহরের মেলবন্ধন এবং উন্মুক্ত স্থান। 
 
আয়োজনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থাসমূহ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মিডিয়া সহআয়োজক হিসেবে অংশগ্রহণ করে। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এ আয়োজনে সহআয়োজক হিসেবে উপস্থিত ছিলো এবং প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন জলবায়ু, স্থিতিস্থাপকতা এবং অবকাঠামো শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দূষণের একটি অন্যতম কারণ পরিবহন খাত থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড। ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ এবং গণপরিবহনকে উৎসাহ প্রদানের মাধ্যমে আমরা খুব সহজেই এ দূষণের হার কমিয়ে আনা সম্ভব। 
আয়োজনের শেষ দিনে নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে আরবান ল্যাবের আয়োজন করা হয়। ঢাকা ঘোষণার মাধ্যমে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।