English | Bangla
তামাকের কর বৃদ্ধিতে করনীয় সম্পর্কে ব্র্যাক-বিজিডি ও ডাব্লিউবিবি ট্রাস্টের মতবিনিময় সভা
২৫ সেপ্টেম্বর বিকেলে ব্র্যাক ইনষ্টিটিউট অব গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র যৌথ উদ্যোগে “বাংলাদেশে তামাক কর : প্রতিবন্ধকতা ও করনীয়” শীর্ষক বিশেষজ্ঞ সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইনষ্টিটিউট অব গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্টের ভিজিটিং ফেলো ড. নাসিরুদ্দিন আহমেদ ও ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ, ঢাকা বিশ্ব বিদ্যালয় এর ফোকাল পার্সন প্রফেসর ড. রুমানা হক।
 
বক্তব্য রাখেন জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, এনবিআর এর (দ্বিতীয় সচিব) মো. তারিক হাসান, দি ইউনিয়নের কারিগরী পরামর্শক এড. সৈয়দ মাহবুবুল আলম, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, এনসিডিসি-স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোস্তাফিজুর রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার সুশান্ত সিনহ্া, টিসিআরসি’র সদস্য সচিব মো. বজলুর রহমান, এইড ফাইন্ডেশনের এডভোকেসী কর্মকর্তা আবু নাসের অনীক, তামাক বিরোধী নারী জোট এর কর্মকর্তা মো. রাশেদ প্রমূখ।