English | Bangla
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন গণপরিবহণে নো-স্মোকিং সাইন স্থাপন ও ধূমপানমুক্ত ঘোষণা

আজ 28 ফ্রেরুয়ারী, 2023 বেলা 1টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সচিবালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, (ডিটিসিএ) এর  নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাবিহা পারভীন এর সাথে সরাসরি স্বাক্ষাৎ করে। স্বাক্ষাৎকালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গণপরিবহগুলোতে নো-স্মোকিং সাইন স্থাপনের বিষয়টি  গুরুত্বপ্রদানের জন্য জোটের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। নির্বাহী পরিচালক বলেন, জনগনের স্বাস্থ্য সুরক্ষার জন্য তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গণপরিবহনগুলোতে যেন মানুষ পরোক্ষ ধূমপানের শিকার না হয় একারনেই পাবলিক প্লেস এবং পরিবহনগুলো ধূমপানমুক্ত করা হয়েছে। জনস্বার্থে বিষয়ে তিনি সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস ব্যক্ত করেন। স্বাক্ষাৎকালে ডিটিসিএর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার কে. এম. তৌফিকুল হাসান।