English | Bangla
“হাঁটার পরিবেশ পর্যবেক্ষণ” বিষয়ক কর্মশালা

সারাদেশে সড়ক দূর্ঘটনায় যারা মারা যায় তার প্রায় অর্ধেক পথচারী। ঢাকা শহরে প্রতিদিন গড়ে একজন পথচারী সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করে। পথচারীবান্ধব প্রশস্ত ও সমান্তরাল ফুটপাথ এর অভাব, ফুটপাথে যানবাহনের অবৈধ পার্কিং ও অন্যান্য প্রতিবন্ধকতা, পর্যাপ্ত জেব্রা ক্রসিং-এর অভাবও পথচারীদের দূর্ঘটনায় নিহত বা আহত হবার জন্য কারণ। আইন অমান্য করে চালকদের বেপরোয়া গতিতে যান চালানোর পাশাপাশি পথচারীদের অসতর্কতাও এর জন্য দায়ী। এজন্য যথাযথ নীতি, আইন প্রণয়ন ও পালন, অবকাঠামো তৈরি এবং সচেতনতার মাধ্যমে হাঁটার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব। গত ২২ আগস্ট ২০১৩ সকাল ১১টায় নিজস্ব সভাকক্ষে ডাব্লিউবিবি ট্রাস্ট এর উদ্যোগে “হাঁটার পরিবেশ পর্যবেক্ষণ” বিষয়ক কর্মশালায় এ অভিমত ব্যক্ত করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর চেয়ারম্যান আবু নাসের খান এবং সভাপতিত্ব করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী মুক্তি। সঞ্চালনা করেন সংগঠনের উন্নয়ন কর্মকর্তা সামিউল হাসান সজিব। কর্মশালায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বি-স্ক্যান, প্রত্যাশা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, আইএফপি, ইয়ূথ এন্ডিং হাঙ্গার, বিসিএইচআরডিসি, সোশাল ওয়েলফেয়ার ক্লাব-ইস্টার্ণ ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি এর প্রতিনিধি এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় হাঁটার জন্য ঢাকা শহরে কি ধরনের পরিবেশ বিদ্যমান তা পর্যবেক্ষণের লক্ষ্যে অংশগ্রহণকারীদের পথচারীদের গুরুত্ব সম্পর্কে তুলে ধরা হয়। উল্লেখ্য কর্মশালায় বিভিন্ন সংগঠন থেকে আগত অংশগ্রহণকারী ২২ জন প্রতিনিধিবৃন্দ তাত্ত্বিক ও মাঠ পর্যায়ে হাঁটার পরিবেশ পর্যবেক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।