English | Bangla
“তেলের উপর নির্ভরতা কমাও সাইকেলের উপর নির্ভরতা বাড়াও” শীর্ষক বিক্ষোভ সভা

গত ৭ সেপ্টেম্বর ২০০৫ তারিখে ডাব্লিউবিবি ট্রাস্টের সহায়তায় মানুষের জন্য রাস্তা একটি অবস্থান কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মাধ্যমে যাতায়াতের মাধ্যম হিসেবে জ্বালানি মুক্ত পরিবহনকে প্রাধান্য দেয়ার কথা বলা হয়। নিত্য প্রয়োজনিয় পন্য সামগ্রীর দাম বাড়ার অন্যতম কারণ হল তেলের দাম বৃদ্ধি পাওয়া। পরিবেশ বান্ধব ট্রেন,  জ্বালানী মুক্ত পরিবহন যেমন রিকশা ভ্যান, রিক্সা, বাইসাইকেল ব্যবহার এর জন্য উত্সাহিত করা উচিত যা সহজেই পাওয়া যায়।