English | Bangla
প্রথম জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মশালা
গত ৩ ও ৪ এপ্রিল ২০০৩ মানিকগঞ্জ জেলার কৈট্টায় অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ উদ্যোগে দু’দিনব্যাপী প্রথম জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এ
জেন্সি (সিডা) ও পাথ কানাডা’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রথম জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মশালা আয়োজন করা হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক কাজী ফারুক, ল এ্যান্ড সোসাইটি ট্রাস্ট অব বাংলাদেশ(এলএসটিবি)এর নির্বাহী পরিচালক ব্যারিষ্টার তানিয়া আমীর, পাথ কানাডা’র রিজিওনাল ডিরেক্টর দেবরা ইফরইমসন। মানিকগঞ্জ জেলার কৈট্টায় অবস্থিত প্রশিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন এর প্রোগ্রাম অফিসার এবং কর্মশালা সমন্বয়কারী ইকবাল মাসুদ।
 
বাংলাদেশে প্রথমবারের আয়োজিত জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মশালায় ৫১টি জেলার বিভিন্ন সংগঠনের ১০০ জন প্রশিক্ষনাথী অংশগ্রহণ করে। দু’দিনব্যাপী কর্মশালার বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম মিলন, আরিফুর রহমান, ইকবাল মাসুদ, অমিত রঞ্জন দে, দেবরা ইফরইমসন, অ্যাডভোকেট শেখ রফিকুল ইসলাম, রতন দেব। 
সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, তামাক বিরোধী আন্দোলনকে বেগবান করতে দেশের সকল বেসরকারী সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। তামাক ও তামকাজাত দ্রব্যের ক্ষতিকর দিক থেকে জনসাধারণকে রক্ষায় ধূমপান ও তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং তামাক নিয়ন্ত্রণ আইন এর প্রয়োজনীয়তার রয়েছে। জোট সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এর সভাপতি ড. অরূপ রতন চৌধুরী, পাথ কানাডা’র রিজিওনাল ডিরেক্টর দেবরা ইফরমসন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশান (ইপসা) এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান, এলএসটিবি’র কর্মসূচি পরিচালক অ্যাডভোকেট শেখ রফিকুল ইসলাম প্রমূখ।