English | Bangla
পরোক্ষ ধূমপান থেকে পাবলিক পরিবহন ও পাবলিক প্লেস ব্যবহারকারী অধূমপায়ীদের রক্ষা করতে হবে

ধূমপায়ী ও অধূমপায়ীদের তামাক সমান ক্ষতি করে। নারী ও শিশুদেরও পরোক্ষ ধূমপান থেকে ক্ষতি হয়। গ্লোবাল এ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (জিএটিএস) এর প্রকাশিত সার্ভে মতে ২০০৯ সালে ৩০% এবং ২১% প্রাপ্তবয়ষ্ক নারী যথাক্রমে কর্মস্থলে এবং পাবলিক স্থানে পরোক্ষ ধূমপানের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়।
 
প্রায় ১ কোটি নারী ধূমপান না করেও পরোক্ষ ধূমপান দ্বারা ক্ষতির সম্মুখীন হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপানমুক্ত রাখা বাঞ্চনীয়। এজন্য ১০ জানুয়ারী ২০১১ তারিখ বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত অপরাজেয় বাংলার সামনে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট, মানব উন্নয়ন সংস্থা, বিআরসিটি, বিইডিও, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে লিফলেট ক্যাম্পেইন এর আয়োজন করে।