English | Bangla
শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা

বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৬ সালে উল্লেখযোগ্য দিক। যার আলোকে সরকারী ও বেসরকারী সংস্থার শব্দদূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার মূখ্য ভূমিকা পালন করে থাকে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২০০৮ সালে শব্দদূষণ নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন ও মোবাইল কোর্ট পরিচালনা করে। ২০০৮ সালের অক্টোবর এ কর্মসূচির উদ্ভোধন হয় এবং সেপ্টেম্বর এর ১৯ থেকে ২৩ পর্যন্ত পাঁচদিন ব্যাপি এটি অব্যাহত ছিল। জনসাধারণকে শব্দদূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা ও শব্দদূষণ করা থেকে বিরত থাকার জন্য উক্ত কর্মসূচি থেকে আহ্বান জানানো হয়। এছাড়া বাস, কার ও মোটর বাইকের চালকদের হর্ণ বাজিয়ে শব্দদূষণ সৃষ্টি করায় জরিমানা আদায় করা হয়।

কর্মসূচীটি আয়োজনে ছিলেন সরকারী সংস্থার মধ্যে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এবং বেসরকারী সংস্থার মধ্যে বাংলাদেশ আইনজীবি সমিতি (বেলা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট।