English | Bangla
ঢাকা শহরে নাগরিক সুযোগ-সুবিধাঃ মেয়রদের নিকট প্রত্যাশা

আসন্ন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে অদ্য ২২ এপ্রিল ২০১৫, বুধবার, সকাল ১০.০০ টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে ঢাকা শহরে নাগরিক সুযোগ-সুবিধাঃ মেয়রদের নিকট প্রত্যাশা শীর্ষক একটি মতবিনিময় সভা বি.আই.পি. মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 
 
মতবিনিময় সভাটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ইস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. গোলাম রহমান। এছাড়াও বি.আই.পি.-র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ এর সভাপতি স্থপতি আবু সাঈদ এম আহমদ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর  মারুফ রহমানসহ বিভিন্ন সংগঠনের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল মেয়র প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ঢাকা উত্তর থেকে সভায় উপস্থিত ছিলেন বাহাউদ্দীন আহমেদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মোঃ জামান ভূঞা, কাজী মোঃ শহীদুল্লাহ, শেখ মোঃ ফজলে বারী মাসউদ, আব্দুল্লাহ আল ক্বাফী, মোঃ আনিসুজ্জামান খান খোকন, এ.ওয়াই.এম. কামরুল ইসলাম এবং শেখ শহিদুজ্জামান। এছাড়া ঢাকা দক্ষিণ থেকে এ এস এম আকরাম, আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন, মোঃ বাহারানে সুলতান বাহার, মশিউর রহমান, মোঃ জাহিদুর রহমান এবং মোঃ আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অন্ষ্ঠুানটি সঞ্চালন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবীব।
 
সভার শুরুতেই চার সংগঠনের পক্ষ থেকে একটি ১০ দফা প্রস্তাব উত্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ। তিনি বলেন, সমস্যায় জর্জরিত এই শহরকে বাসযোগ্য করতে অনেক সময় ও কাজ করা প্রয়োজন হবে। কিন্তু নির্বাচিত মেয়রদের সময় মাত্র ৫ বছর। তাই নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কাছে বর্তমান শাসন কাঠামো ও আইনী সীমাবদ্ধতা বিবেচনা করে ১০ টি বিষয়কে অগ্রাধিকার কাজ হিসাবে চিহ্নিত করা হলো যা বাস্তবায়নের মধ্য দিয়ে নগর সমস্যা দ্রুত কমে আসবে। তাঁর অর্থ এই নয় যে, স্থানীয় সরকারের অন্যান্য কাজগুলো অগ্রাহ্য করা হবে। বিষয়গুলি হলঃ
 
১. গণপরিবহণ সমৃদ্ধ পথচারী বান্ধব শহর গড়ে তুলতে হবে
২. গণপরিসর, উন্মুক্তস্থান, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ ও উন্নয়ন
৩. দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কর্মপন্থা গ্রহণ করতে হবে  
৪. নিরাপদ শহর গড়ে তোলা   
৫. নি¤œবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত তথা সকলের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে 
৬. সারফেস ড্রেনের উন্নয়ন এবং জলাবদ্ধতার উন্নয়ন সাধন করতে হবে
৭. দূর্যোগ মোকাবেলায় নগরের সক্ষমতা অর্জন করতে হবে
৮. সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা
৯. ওয়ার্ডকে সিটি কর্পোরেশনের কাজের কেন্দ্র বিন্দুতে পরিনত করতে হবে 
১০. নগরীতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত এবং সমতাভিত্তিক নগর ব্যবস্থা গড়ে তুলতে হবে
 
পরবর্তীতে উপস্থিত সকল মেয়র প্রার্থীগণ এই ১০ দফা দাবীর সাথে একাতœতা প্রকাশ করেন এবং নির্বাচনে জয়লাভ করার পর বিশেষজ্ঞ পেশাজীবিদের সুচিন্তিত পরামর্শ গ্রহণের মাধ্যমে এ সকল দাবী পূরণে যথাযথ উদ্যোগ গ্রহণে অঙ্গীকারবদ্ধ হন।