English | Bangla
তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের দাবিতে প্রচারণা কর্মসূচি

তামাক সেবনকারীদের নিরুৎসাহিত করতে দ্রুত সকল তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিত করা প্রয়োজন। আইন পাশের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদান করা হয়নি, ফলে জনস্বার্থ ক্ষুন্ন হচ্ছে। তামাক ব্যবহার কমিয়ে আনতে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট ও বিসিএইচআরডি. হিমু পরিবহন, অরুণোদয়ের তরুণ দল, পরিবেশ বাচাঁও আন্দোলন (পবা) এর যৌথ উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় বাংলা একাডেমির সামনে বইমেলায় আগত মানুষের মধ্যে তামাক ও ধূমপানের ক্ষতিকর বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা ক্যাম্পেইন হতে তামাক নিয়ন্ত্রণ কর্মীরা এ দাবি জানান। ক্যাম্পইন-এ উপস্থিত ছিলেন বিসিএইচআরডির নির্বাহী পরিচালক মাহবুল হক, শ্যাডোর নির্বাহী পরিচালক সারওয়ার জামিল খন্দকার, অরুণোদয়ের তরুণ দল, পরিবেশ বাচাঁও আন্দোলনের কো-অর্ডিনেটর আতিক মোর্শেদ, ডাব্লিউবিবি ট্রাস্ট এর সহকারি প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার রিনি এবং হিমু পরিবহণের প্রতিনিধিসহ আরো অনেকে।