English | Bangla
অবিলম্বে সকল তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী দেখতে চাই

“অবিলম্বে সকল তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী দেখতে চাই” এই শ্লোগানকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান মোহাম্মদপুর মোকবুল হেসেন কলেজের সামনে ২৪ ফেব্রুয়ারী, সকাল ১১টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং স্বেচ্ছাসেবী সংগঠন অরুণোদয়ের তরুণ দল এর যৌথ আয়োজনে এক সচেতনতা মূলক  স্বাক্ষর ক্যাম্পেইন এবং মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। উক্ত কর্মসূচীতে “তামাকজাত দ্রব্য” অর্থাৎ তামাক, তামাক পাতা বা উহার নির্যাস হইতে প্রস্তুত যে কোন দ্রব্য, যাহা চোষণ বা চিবানোর মাধ্যমে গ্রহন করা যায় বা ধুমপানের মাধ্যমে শ্বাসের সহিত টানিয়া লওয়া যায় এবং বিড়ি, সিগারেট, চুরুট, গুল, জর্দ্দা, খৈনী, সাদাপাতা, সিগার এবং হুক্কা বা পাইপের ব্যবহার্য মিশ্রণ ব্যবহার সম্পর্কে তামাক নিয়ন্ত্রন আইনের স্বাস্থ্য সতর্কবাণীর উপর গুরুত্ব আরোপ করা হয়।
উক্ত কর্মসূচিতে তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য ও অন্যান্য ক্ষতি সম্পর্কিত সচিত্র সতর্কবাণী মুদ্রন করার ব্যাপারে দাবি তোলা হয়। জনগনকে এ ব্যাপারে সচেতন করার জন্য মোহাম্মদপুর এলাকায় লিফলেট বিলি করা হয়। লিফলেট এ উল্লেখ করা হয় যে তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টন বা কৌটার উভয় পার্শ্বে মূল প্রদর্শনী তল বা যে সকল প্যাকেটে দুইটি প্রধান পার্শ্বদেশ নেই সেই সকল প্যাকেটের মূল প্রদর্শনী তলের উপরিভাগে অন্যূন শতকরা পঞ্চাশ ভাগ পরিমান স্থান জুড়িয়া তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারনে সৃষ্ট ক্ষতি সম্পর্কে রঙ্গিন ছবি ও লেখা সম্বলিত, স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবাণী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বাংলায় মুদ্রন করতে হবে।
এছাড়াও কর্মসূচির আওতায় মোহাম্মদপুর মোকবুল হেসেন কলেজের সাম্মনে সমর্থিত জনগণদের স্বাক্ষর গ্রহন করা হয়। এই কর্মসূচীকে এলাকার সমর্থিত ব্যক্তিদের একাংশ স্বাক্ষর দিয়ে তাদের পূর্ণ সমর্থন জানান।
উক্ত কর্মসূচিতে অরুণোদয়ের তরুণ দল এর নির্বাহী পরিচালক “শহীদুল ইসলাম বাবু” বলেন- বাংলাদেশে বিক্রিত তামাকজাত দ্রব্যের প্যাকেট গুলোতে “শুধুমাত্র বাংলাদেশে  বিক্রয়ের জন্য অনুমোদিত” মর্মে একটি বিবৃত মুদ্রিত থাকা দরকার।
 এছাড়া ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর সহকারি নেটওয়ার্ক অফিসার আক্তারুজ্জামান দাবি জানান যে, জন স্বাস্থ্যের উপর প্রভাব ও ঝুঁকি সম্পর্কে ভ্রান্ত ধারনা তৈরির উদ্দেশ্যে তামাকজাত দ্রব্যের প্যাকেট বা মোড়কে ব্র্যান্ড এলিমেন্ট ব্যবহার করা যাবেনা।