English | Bangla
ধানমন্ডির জিগাতলা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা আদায় ও অবৈধ বিজ্ঞাপন অপসারণ
তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ভ্রাম্যমান আদালত ঢাকার জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে ৯টি দোকান থেকে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন অপসারণ করেছে। ঢাকা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা সাদিয়া তাজনীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 
২৭ আগষ্ট বিকাল ৩:০০ টায় রাজধানীর জিগাতলা এলাকায় সিগারেট বিক্রয়ের দোকানে অভিযান চালিয়ে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ভ্রাম্যমান আদালত “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫” (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর উপধারা ৪ অনুযায়ী ৯টি দোকান থেকে অবৈধ বিজ্ঞাপন অপসারনের পাশাপাশি উল্লেখিত দোকানগুলো থেকে বিপুল পরিমান বিদেশী সিগারেট ধ্বংস করা হয় এবং পাবলিক প্লেসে ধুমপান করায় ১২ জন পথচারীকে  জরিমানা করা হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণসহ দোকানীদেরও সতর্ক করে দেয়। অভিযান চলাকালীন সময়ে অত্র এলাকায় জনগণের মাঝে ব্যাাপক সাড়া পড়ে এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে ও স্বতস্ফুর্তভাবে সমর্থন জানায়।
বিভিন্ন তামাক কোম্পানি ছোট ছোট দোকানীদের মিথ্যা তথ্য দিয়ে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনে প্রলুব্ধ করছে বলে সিগারেট বিক্রেতারা জানায়। এ সময় ভ্রাম্যমান আদালত এর ম্যাজিস্ট্রেট সারা সাদিয়া তাজনীন সকলকে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলার পরামর্শ দেন।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা সাদিয়া তাজনীন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন ঢাকা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহসীন মিয়া, বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন মানবিকের তামাক নিয়ন্ত্রণ কর্মকর্তা সুমন শেখ, টিসিআরসি’র সহকারী গবেষক মোঃ মহিউদ্দিন এবং ডাব্লিউবিবি ট্রাস্টের সহকারী এডভোকেসী অফিসার শুভ কর্মকার ও সহকারী প্রকল্প কর্মকর্তা আবু রায়হান।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সারা সাদিয়া তাজনীন আরো বলেন, সরকার জনস্বার্থে তামাক নিয়ন্ত্রণ আইন পাস করেছে। আইন মেনে চলা প্রত্যেক নাগরিক এর দায়িত্ব। আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা বা আইন লঙ্ঘণ করা দন্ডনীয় অপরাধ। ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে আইন লঙ্ঘণকারীদের শাস্তি প্রদান করা হলো। ভবিষ্যতে কেউ এই আইন পূণরায় লঙ্ঘণ করলে দ্বিগুণ সাজা প্রদান করা হবে। 
তামাক বিরোধী কর্মীরা এ সময় সাধারণ মানুষদের মধ্যে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ষ্টিকার লিফলেটসহ প্রচারপত্র বিতরণ করেন। বাংলাদেশ তামাক বিরোধী জোট তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।