English | Bangla
নারীর গৃহস্থালি কাজের গুরুত্ব এবং পরিবারে সবার কাজের ভূমিকা বিষয়ে তথ্যচিত্র প্রচারণা

নারী ঘরে রান্না করা, ঘর গোছানো, সন্তানের যতœ নেয়া, লেখাপড়ায় সহযোগিতা প্রদান, নৈমত্তিক বাজার করা, কাপড় ধোয়াসহ বিভিন্নরকম কাজ করে। তবু সাধারণ নারীরা কোন কাজই করেন নাÑএমন ধারণা সমাজের সর্বত্র প্রতিষ্ঠিত। সাথে আরও একটি  ধারণা  সবার মধ্যে দেখতে পাওয়া যায় পরিবারের সকল কাজ নারীর দ¦ারা সম্পাদন করা হবে। এ ধারণা পরিবর্তনে নারীর গৃহস্থালি কাজের গুরুত্ব তুলে ধরতে এবং পরিবারে সবার কাজের গুরুত্ব সম্পর্কে  ধারণা দিতে নির্মিত দুটি তথ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হলো। ১১ নভেম্বর বিকাল ৪টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এর  যৌথ আয়োজনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির গ্রীনরোড ক্যাম্পাসের সেমিনার রুমে আমি কিছুই করিনা ও একসঙ্গে কাজ করি সুখী পরিবার গড়ি- দুটি তথ্যচিত্রের এর প্রচারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
 
এ সময় হেলথব্রিজ এর আঞ্চলিক পরিচালক দেবরা ইফরমসন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড : কে এম মহসিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এর সহকারী রিচার্স অফিসার ফারহানা জামান লিজা এবং মহিউদ্দিন রাসেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এর শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ, ডাব্লিউবিবি ট্রাস্ট এর সহকারী এডভোকেসী অফিসার তানজিলা চৌধুরী, নাইমা আক্তার। এছাড়া তথ্যচিত্রের কলাকুশলীরা উপস্থিত ছিলেন।