English | Bangla
বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র সম্মাননা গ্রহণ

বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্য  প্রতি বছর বিশ্ব তামাকমুক্ত দিবসে ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এ বছর বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৬ তে তামাক নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ ওয়ার্ক  ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট-কে সম্মাননা প্রদান করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 
 
গত ৩১ মে তারিখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৬ উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম ডাব্লিউবিবি ট্রাস্ট’র নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ এর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
 

উল্লেখ্য, তামাকের ব্যবহার মানুষের অসুস্থতা ও কম বয়সে মৃত্যুর অন্যতম কারণ। এটি পরিবেশের ক্ষতি ও দারিদ্রতা বৃদ্ধি করে। ওয়ার্ক  ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লউিববিি ট্রাস্ট) ট্রাস্ট  তামাক নিয়ন্ত্রণে ১৯৯৮ সাল থকেে কাজ করে আসছে। তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নে নীতি নির্ধারনি পর্যায়ে সহায়তা, গবেষণা ও প্রকাশনা, আইন মনিটরিং ও বাস্তবায়ন, ধূমপানমুক্ত স্থান বৃদ্ধিতে অব্যাহতভাবে কাজ করছে। বাংলাদেশ তামাক বিরোধী জোটের সচিবালয় হিসেবে একযুগেরও বেশি সময় ধরে সারাদেশে ৭০০ এর অধিক তামাক বিরোধী সংগঠনসমূহের সাথে একযোগে কাজ করে যাচ্ছে।