English | Bangla
রংপুর বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

২২ আগস্ট ২০১৬, সোমবার, সকাল সাড়ে ১০টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে “তামাক নিয়ন্ত্রণে এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়ন ও স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক যোগান নিশ্চিতে করনীয়” শীর্ষক রংপুর বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশির আহমেদ (পিপিএম বার) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, রংপুর রেঞ্জ, ডা. মোহাম্মাদ মোজাম্মেল হোসেন, পরিচালক (স্বাস্থ্য) রংপুর বিভাগ। বক্তব্য রাখেন, রংপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ, কে, এম মারুফ হাাসান, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী এবং শ্যাডো এর নির্বাহী পরিচালক সারোয়ার জামিল। ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায়- ডাব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, শ্যাডো এবং দি ইউনিয়ন এর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, জেলা ক্রীড়া অফিস, জেলা তথ্য অফিস, জেলা সিভিল সার্জন অফিস, জেলা প্রেস ক্লাব অন্যান্য সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও রংপুর বিভাগের ৮টি জেলায় তামাক নিয়ন্ত্রণে কর্মরত বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ সেমিনারে অংশগ্রহন করেন ।