English | Bangla
তামাক নিয়ন্ত্রণে আর্থিক যোগান নিশ্চিত করা জরুরি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে শতকরা ৬০ ভাগ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ। এটি প্রমানিত যে অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারন তামাকজাত দ্রব্যের ব্যবহার। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে আনতে প্রয়োজন রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা। সরকার এবিষয়টিকে গুরুত্ব দিয়ে সুনির্দিষ্ট আইন ও বিধিমালা প্রণয়নের পাশাপাশি তামাকজাত দ্রব্যের উপর ১% সারচার্জ আরোপ করেছে। তামাক নিয়ন্ত্রণ ও অসংক্রামক রোগ প্রতিরোধে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন অব্যাহত আর্থিক যোগান নিশ্চিত ও সমন্বিত উদ্যোগ।
 
তামাক নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধকে প্রাধান্য দিয়ে এখাতে আর্থিক যোগান নিশ্চিত করা জরুরী। তামাকজাত দ্রব্যের উপর আরোপিত সারচার্জেও অর্থ সুষ্ঠ ব্যবস্থাপনায় সরকার “সারচার্জ ব্যবস্থাপনা নীতি” চুড়ান্ত করনের উদ্যোগ নিয়েছে। উক্ত নীতিমালাটিতে তামাকের পাশাপাশি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে জোর দেওয়া প্রয়োজন। অসংক্রামক রোগ ও তামাক নিয়ন্ত্রণে দ্রুত  আর্থিক যোগান নিশ্চিতের উপর গুরুত্ব দিয়ে ২৪ জানুয়ারি, বিকাল ৪টায় ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর উদ্যোগে ‘তামাক নিয়ন্ত্রণে আর্থিক যোগান নিশ্চিত করা হোক’ শীর্ষক একটি স্বাক্ষর ক্যাম্পেইন পরিচালনা করা  হয়।
 
উক্ত ক্যাম্পেইন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার রিনি, প্রদেশ সংস্থা’র প্রোগ্রাম অফিসার মো. ইউসুফ, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা তৌহিদ-উদ-দৌলা রেজা, স্বপ্নের সিড়ির প্রতিনিধি, জনস্বার্থ ফাউন্ডেশনের প্রতিনিধিসহ আরো অনেকে।