English | Bangla
নির্বাচনী প্রতীক হিসাবে হুক্কা বর্জনের আহবান

বাংলাদেশ তামাক বিরোধী জোট'র একটি প্রতিনিধি ২৫ জানুয়ারী, ২০১৮ সকালে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমেদ এর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।


প্রতিনিধি দলের সদস্যবৃন্দ নিবার্চনকালীন সময়ে তামাকজাত দ্রব্যের ব্যবহার বৃদ্ধি ও নির্বাচনী প্রতীক হিসাবে হুক্কা প্রতিক বরাদ্দ না করার প্রসঙ্গে সচিব মহোদয়ের দৃষ্টি আর্কষণ এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন জনস্বার্থে প্রণীত রাষ্ট্রের আইন বাস্তবায়নে আমাদের সহযোগিতা রয়েছে। আইন অনুসারে নির্বাচন কমিশন কার্যালয় সম্পূর্ণ ধূমপানমুক্ত। জনস্বার্থ বিবেচনায় উল্লেখিত বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।


প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) এর প্রকল্প ব্যবস্থাপক মো. বজলুর রহমান, এইড ফাউন্ডেশনের সিনিয়র এ্যাডভোকেসী কর্মকর্তা কাজী মো. হাসিবুল হক, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট'র কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান, মিডিয়া এ্যাডভোকেসী কর্মকর্তা সৈয়দ সাইফুল আলম, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার ও সহকারী প্রকল্প কর্মকর্তা আবু রায়হান।