English | Bangla
ধূমপানমুক্ত হলো বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সকল বাস
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড তাদের অধীনস্থ সকল পাবলিক পরিবহন ধূমপানমুক্ত ঘোষনার পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে বাসে ষ্টিকার স্থাপনের উদ্যোগ করা গ্রহণ করেছে। ২৯ জুলাই, ২০১৮ সকাল ১১টায় মতিঝিলে কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও সচিব মো. আসাদুল ইসলাম সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিকেকেবি এর একটি বাসে “ধূমপানমুক্ত পরিবহন” বার্তা সম্বলিত ষ্টিকার স্থাপনের মাধ্যমে এ উদ্যোগের শুভ সূচনা করেন। 
 
এ সময় সচিব মো. আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (বিকেকেবি) তার সমস্ত পরিবহনের যাত্রীগণকে ধূমপানের ক্ষতি থেকে রক্ষা ও সরকারের আইন বাস্তবায়নে বদ্ধপরিকর। জনস্বার্থে প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, মানুষকে পরোক্ষ ধূমপানের ক্ষতি হতে রক্ষা এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর “তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ জরুরী। তিনি আরো বলেন, সরকারের আইন বাস্তবায়নে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর আওতাধীন সকল পরিবহনগুলোতে সাইন স্থাপনের পাশাপাশি নিয়মিত মনিটরিং করা হবে। 
 
বাংলাদেশ তামাক বিরোধী জোট’র ভারপ্রাপ্ত সমন্বয়কারী ও প্রত্যাশা’র মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং তামাক নিয়ন্ত্রণে এধরনের প্রশংসনীয় উদ্যোগের ফলে সরকারের আইন বাস্তবায়ন কার্যক্রম বেগবান হবে এবং মানুষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তাবায়নে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ন্যায় রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 
 
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র পরিচালক গাউস পিয়ারী বলেন, আমাদের দেশে পাবলিক প্লেস ও পরিবহনে উল্লেখযোগ্য পরিমাণ মানুষ পরোক্ষ ধূমপানের ফলে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারী ও শিশুরা পরোক্ষ ধূমপানের বড় শিকার। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় আইন অনুসারে যে সকল স্থান ধূমপানমুক্ত সেগুলোতে কঠোর মনিটরিং প্রয়োজন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (বিকেকেবি) এর মতো রাস্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আইন বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান তিনি। 
 
বিকেকেবি এর সাথে সমন্বিতভাবে এধরনের পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন সচিব মো. আসাদুল ইসলাম।  
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (উন্নয়ন) সৈয়দ মাহবুব-ই-জামিল, উপ-পরিচালক মো. আজমল হোসেন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান, নাটাব এর কর্মকর্তা কাকলী সায়মা, নবনীতা মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক আতিকা হোসেন প্রমূখ।