English | Bangla
যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ির ওপর কনজেশন চার্জ আরোপ করা হবে - মেয়র মোঃ আতিকুল ইসলাম
ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করে হাঁটার জন্য প্রশস্ত ফুটপাত এবং সাইকেল লেন এর ব্যবস্থা করা হবে। ফুটপাতে হাঁটার পরিবেশ বজায় রাখতে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বাইসাইকেল রাইড শেয়ারিং সেবা জোবাইক সার্ভিস শুরু হয়েছে। আমরা এই সেবা সারা ঢাকা শহরে ছড়িয়ে দিতে চাই। খিলগাঁও এলাকায় প্রতি মাসে ১ দিন কার ফ্রি স্ট্রিট আয়োজন করে সামাজিকীকরনের সুযোগ তৈরির উদ্যোগ গ্রহন করতে হবে। ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), পল্লীমা সংসদ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন কমিটির সম্মিলিত উদ্যোগে আয়োজিত পদযাত্রায় উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম এ কথা বলেন।
 
উল্লেখ্য প্রতি বছর ২২ সেপ্টেম্বর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর সমন্বয়ে সরকারি এবং বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হল “গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি”। দিবস উপলক্ষে মালিবাগ বাজার কমিউনিটি সেন্টার থেকে তালতলা মার্কেট পর্যন্ত পদযাত্রার (ওয়াকাথান) আয়োজন করা হয়। পদযাত্রা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মোঃ আনিসুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, খিলগাঁও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাখওয়াত হোসেন শওকত, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর মিতু আক্তার, নাসফের সভাপতি হাফিজুর রহমান ময়না, ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী প্রমুখ।
 
খন্দকার রাকিবুর রহমান বলেন, বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের উদ্দেশ্য হল ব্যক্তিগত গাড়িকে নিয়ন্ত্রণ করা। ঢাকা শহরে মাত্র ৪% লোকের ব্যক্তিগত গাড়ি রয়েছে। অধিকাংশ মানুষ হেঁটে এবং গণপরিবহনে যাতায়াত করেন। ঢাকা শহরের যানজট বাসের জন্য নয়, ব্যক্তিগত গাড়ির জন্য হচ্ছে। বাস রুট ফ্রাঞ্চাইজ, প্রশস্ত ফুটপাত এবং আধুনিক গণপরিবহনের মাধ্যমে আমাদের যাতায়াত ব্যবস্থাকে সাজাতে হবে। পাশাপাশি ঢাকা মহানগরে রাস্তার ধারণক্ষমতা অনুযায়ী গাড়ির সংখ্যা নির্ধারন করতে হবে।
 
মোঃ আনিসুর রহমান বলেন, যানজট হ্রাসে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং ব্যক্তিগত গাড়ির উপর নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন। আমাদের পথচারী ও সাইকেলবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের ২০৩০ সাল নাগাদ সকলের জন্য প্রবেশগম্য, নিরাপদ, সুলভ এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং গণপরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি।
 
হাফিজুর রহমান ময়না বলেন, খিলগাঁও এলাকায় বালুর মাঠকে সকলের উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি খিলগাঁও এলাকার একমাত্র শিশুপার্কটি দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছে। এর ফলে এলাকার শিশু-কিশোরদের বিনোদন বাঁধাগ্রস্ত হচেছ। খিলগাঁও এলাকায় একটা লেক রয়েছে কিন্তু অব্যবস্থাপনার কারণে তা কাজে আসছে না।
 
কাউন্সিলর শাখওয়াত হোসেন শওকত বলেন, খিলগাঁও এলাকা বাসযোগ্য করতে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে এলাকার সামাজিক সংগঠনসমূহ এবং সুশীল সমাজের সাথে আলোচনা করে আমরা এলাকার ফুটপাত হাঁটার উপযোগী রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কাজ করছি।