English | Bangla
শংকর নিরিবিলি হাউজিং এ শিশুদের জন্য মোবাইল প্লে-গ্রাউন্ড উদ্বোধন

রাজউকের একটি সমীক্ষায় দেখা গেছে, রাজধানীর দুই সিটি কর্পোরেশনের ১২৯টি ওয়ার্ডের ৩৭টিতে কোন খেলার মাঠ বা পার্ক নেই। শিশুদের খেলাধূলা ও সামাজিকীকরণের সুযোগ সৃষ্টি জন্য এলাকাভিত্তিক মোবাইল প্লেগ্রাউন্ড তৈরি একটি কার্যকর সমাধান। পাশাপাশি এলাকাবাসীর মধ্যে সম্প্রীতি গড়ে ওঠার মাধ্যমে একটি প্রাণবন্ত ও বাসযোগ্য শহর গড়ে উঠবে।  

খেলাধূলা ও সামাজিকীকরণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২২ ডিসেম্বর ২০২১, বিকাল ০৩:০০ টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড, নিরিবিলি হাউজিং বাড়ি মালিক সমিতি, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে শংকরের নিরিবিলি হাউজিং সোসাইটিতে মোবাইল প্লেগ্রাউন্ড- এর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শেখ মোহাম্মদ হোসেন খোকন। প্রতি বুধবার বিকাল ৩.০০ থেকে ৫.০০ টা পর্যন্ত নিরিবিলি হাউজিং সোসাইটিতে ছবি আঁকা, হস্তশিল্প, সামাজিকীকরণ, দাবা-লুডু-ক্যারাম-দড়ি লাফ-ব্যাডমিন্টন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে নিয়মিত মোবাইল প্লেগ্রাউন্ড আয়োজিত হবে।  

উদ্বোধনী আয়োজনে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী’র সভাপতিত্বে এবং সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শেখ মোহাম্মদ হোসেন খোকন। আয়োজনে আরো বক্তব্য রাখেন নিরিবিলি হাউজিং সোসাইটি-এর সভাপতি মোঃ হাসান তারিক (বাবু), ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুল এর প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক এম এ মান্নান মনির। আয়োজনে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ-এর কর্মকর্তাবৃন্দ এবং নিরিবিলি হাউজিং সোসাইটির বাসিন্দাগণ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শেখ মোহাম্মদ হোসেন খোকন বলেন, আমাদের নগরবাসীর জন্য পর্যাপ্ত মাঠ-পার্ক নেই। যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলছে। এলাকাভিত্তিক অব্যবহৃত বা স্বল্প ব্যবহৃত স্থানগুলোতে মোবাইল প্লেগ্রাউন্ড আয়োজন করে একটি নির্দিষ্ট সময়ের জন্য খেলাধূলা ও সামাজিকীকরণের সুযোগ সৃষ্টি করা হলে শিশু, নারী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা উপকৃত হবেন। ৩৪ নং ওয়ার্ডের এ কার্যক্রমটি অন্যান্য ওয়ার্ডের জন্য একটি অনুসরণীয় উদাহরণ। প্রতিটি ওয়ার্ডে এ ধরণের কার্যক্রম আয়োজিত হলে নগরবাসী উপকৃত হবেন এবং একটি প্রাণবন্ত ও বাসযোগ্য শহর গড়ে উঠবে।

জনাব শেখ মোহাম্মদ হোসেন খোকন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের উদ্যোগে সৈকত হাউজিং এবং হাজী কাশেম খাস রোডে আরো ২টি মোবাইল প্লেগ্রাউন্ড আয়োজনের উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজনে বক্তারা বলেন, ঘরবন্দী জীবনে আমাদের শিশুরা হাপিয়ে উঠেছে। করোনাকালে দীর্ঘদিন ঘরে থাকার ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। মোবাইল প্লেগ্রাউন্ড আয়োজনটি তাদের শরীর চর্চা, সামাজিকীকরণ ও মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যাপ্ত খেলাধূলার সুযোগ না পাওয়ায় শিশুদের মধ্যে কম্পিউটার-মোবাইলসহ বিভিন্ন ডিভাইসের প্রতি আসক্তি বেড়ে গেছে। করোনাকালীন অনলাইনে ক্লাস করার কারণে এ সমস্যা বহুগুণে বেড়ে গেছে। এলাকাভিত্তিক মোবাইল প্লেগ্রাউন্ড আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য খেলাধূলার সুযোগ তৈরি হলে এ সমস্যা অনেকটাই সমাধান করা যাবে।

গাউস পিয়ারী বলেন, ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠ-পার্ক নেই। অর্থ ও স্থানের সংকুলান বিবেচনায় সিটি কর্পোরেশনের পক্ষে দ্রæত বড় আকারের মাঠ-পার্ক তৈরি সম্ভব নয়। তবে খুব কম খরচে ও স্বল্প জায়গায় শহরের প্রতিটি ওয়ার্ডে এলাকাভিত্তিক খেলাধূলা ও সামাজিকীকরণের স্থান গড়ে তোলা সম্ভব। নগরবাসীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি বিবেচনায় নেবেন বলে প্রত্যাশা করি।