English | Bangla
সামাজিকীকরণ ও শিশুদের খেলাধুলা সুযোগ তৈরিতে রায়েরবাজারে চতুর্থ মোবাইল প্লে-গ্রাউন্ড উদ্বোধন

ঢাকা শহরে খেলাধূলা ও সামাজিকীকরণের পর্যাপ্ত সুযোগ নেই। জায়গা ও অর্থ বিবেচনায় স্বল্প সময়ের মধ্যে বড় আকারের মাঠ-পার্ক-উন্মুক্ত স্থান তৈরি প্রায় অসম্ভব। এলাকার অভ্যন্তরে স্বল্প ব্যবহৃত বা অব্যবহৃত স্থানগুলোতে বা সড়কে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ করে স্বল্প পরিসরে শিশুদের খেলাধূলার আয়োজন করে এ সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব। এক্ষেত্রে এলাকাভিত্তিক মোবাইল প্লেগ্রাউন্ড আয়োজন একটি সময়োপযোগী উদ্যোগ।
আজ ১১ মার্চ ২০২৩, বিকাল ০৩:০০ টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এবং হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা, পশ্চিম ধানমন্ডি মধুবাজার পানির পাম্প সংলগ্ন এলাকাবাসি ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে মধুবাজার পশ্চিম ধানমন্ডি হাজী আক্তার হোসেন রোডে মোবাইল প্লে-গ্রাউন্ড- এর উদ্বোধনী আয়োজনে বক্তারা এ কথা বলেন। এ মোবাইল প্লেগ্রাউন্ডের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শেখ মোহাম্মদ হোসেন খোকন। প্রতি শনিবার বিকাল ৩.০০ থেকে ৫.০০ টা পর্যন্ত পশ্চিম ধানমন্ডি মধুবাজার পানির পাম্প সংলগ্ন মোবাইল প্লেগ্রাউন্ডে ছবি আঁকা, কারুকাজ, দাবা-লুডু-ক্যারাম-দড়ি লাফ-ব্যাডমিন্টন ইত্যাদি কার্যক্রম আয়োজিত হবে।  
মধুবাজার বাইতুল আমান জামে মসজিদ এর মোতাওয়াল্লী হাজী জামাল হোসেন সেন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শেখ মোহাম্মদ হোসেন খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসিম রহমান, বিশিষ্ট সমাজসেবক, আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক বেদানা বেগম, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী। আরো উপস্থিত ছিলেন ছিন্নমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার, মধুবাজার বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাজী আব্দুল আল মামুন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ হাজী মোঃ লুৎফর রহমান, স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাঈদ খান, বিশিষ্ট সমাজ সেবক নাসিম রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক জিয়াউর রহমানসহ আরো অনেকে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৪ নং ওয়ার্ডে প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস কিন্তু এত মানুষের বিপরীতে মাত্র একটি খেলার মাঠ রয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকার বিষয়টি বিবেচনায় ৩৪ নং ওয়ার্ডে সৈকত হাউজিং, নিরিবিলি হাউজিং, পশ্চিম ধানমন্ডি শংকর চেয়ারম্যান গলি-এ তিনটি স্থানে মোবাইল প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করেছি। যার ধারাবাহিকতায় আজ পশ্চিম ধানমন্ডি মধুবাজার পানির পাম্প সংলগ এলাকাবাসির জন্য চতুর্থ মোবাইল প্লে-গ্রাউন্ড আয়োজন করা হলো। ঢাকার প্রতিটি ওয়ার্ডে এ ধরণের কার্যক্রম আয়োজিত হলে নগরবাসী উপকৃত হবেন এবং একটি প্রাণবন্ত ও বাসযোগ্য শহর গড়ে উঠবে।
ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম বলেন, খেলাধূলা ও সামাজিকীকরণের সুযোগের অভাবে শিশু-কিশোররা এখন বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এককেন্দ্রীক মনোভাব তৈরি হওয়ায় তাদের মধ্যে নেতিবাচক বিভিন্ন আচরণ প্রকাশ পাচ্ছে। আগামী প্রজন্ম যেন সুস্থভাবে বেড়ে ওঠে, সেজন্য সংশ্লিষ্ট বাড়ি মালিকবৃন্দের নিকট মোবাইল প্লে-গ্রাউন্ড আয়োজন ও বাস্তবায়নে সহায়তার আহ্বান জানাই।
ওর্য়াক ফর বেটার ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী বলেন, ঢাকা শহরে ৩৭টি ওয়ার্ডে কোন মাঠ-পার্ক নেই। এলাকার স্বল্প ব্যবহৃত বা অব্যবহৃত স্থানগুলোতে সহজেই মোবাইল প্লেগ্রাউন্ডের মতো অস্থায়ী আয়োজনের মাধ্যমে খেলাধূলা ও সামাজিকীকরণের আয়োজন করা যেতে পারে। এ ধরণের উদ্যোগগুলো এলাকাবাসীর মধ্যে সম্প্রীতির সম্পর্ক তৈরি করবে, যা সামাজিক নিরাপত্তা বিধানেও সহায়ক হবে। আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। এমন আয়োজনের দ্বারা শিশু-কিশোরদের কাছে ঐতিহ্যবাহী খেলাগুলো পরিচিত করে তোলা যেতে পারে।
ধানমন্ডি হাজারিবাগ থানার সাধারণ সম্পাদক বেদানা বেগম বলেন, এলাকাভিত্তিক মোবাইল প্লে-গ্রাউন্ড আয়োজনের মাধ্যমে খেলাধূলা ও সামাজিকীকরণের সুযোগ সৃষ্টি করা হলে শিশু, নারী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা উপকৃত হবেন। যেহেতেু মোবাইল প্লে-গ্রাউন্ড কোন স্থায়ী অবকাঠামো প্রয়োজন হয় না সুতরাং এই আয়োজনটি এলাকার অভ্যন্তরে বাসার সামনের রাস্তায় সপ্তাহে একদিন বা প্রতিদিন আয়োজন করা যায়। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার পক্ষ থেকে সাধ্যমত চেষ্টা করবো।